Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ৬ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

'খুব মিস করবো, ক্যাপ্টেন'

প্রকাশিত: ৬ এপ্রিল ২০১৭, ০২:৩৭




স্পোর্টস লাইভ: মাশরাফি বিন মুর্তজা। একটি নাম। একটি কিংবদন্তিও বটে। তার বিহনে ক্রিকেট রাজ্যে হাহাকার চলছে। ঝড় বইছে সর্বত্র। তিনি যা দিয়েছেন তা অতুলনীয়। টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মাশরাফি বিন মুর্তজা।

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সেরা অধিনায়কের অবসরের ঘোষণায় সামাজিক যোগাযোগমাধ্যমে বইছে শোকের আবহ। ভক্তদের পাশাপাশি জাতীয় দলের ক্রিকেটাররাও এ দল থেতে বাদ যাননি। বর্তমানে জাতীয় দলে খেলা তামিম ইকবাল, মাহমুদুল্লাহ ও তাসকিন আহমেদরা ফেসবুকে এ বিষয়ে পোস্ট দিয়েছেন। দেশসেরা ওপেনার তামিম ইকবাল এক ফেসবুক স্ট্যাটাসে মাশরাফিকে জীবন্ত কিংবদন্তি বলে অভিহিত করেছেন।


নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তামিম লেখেন, ‘আপনি যত বেশিই বলুন না কেনো, সেটা কম হয়ে যাবে। বিষয়ের মানুষটা যখন আমার ক্যাপ্টেন মাশরাফি ভাই! তার ঝুলিতে হয়তো কোনো বিশ্বরেকর্ড নেই। তিনি হয়তো অন্য কোনো কোনো দেশের কিংবদন্তির মতো ৪০০ বা ৫০০ উইকেট নেননি। কিন্তু একটা ব্যাপারে তিনি অনন্য। এই দেশটার ক্রিকেট ইতিহাসে নিজের চলার পথে অন্তত একটা দাগ রেখে যেতে পারছেন। আজ যে বদলে যাওয়া বাংলাদেশ দল, যে উজ্জীবিত বাংলাদেশের ক্রিকেটকে আপনারা দেখেন, এর সবই এসেছে তার নেতৃত্বে ভর করে। আমার কাছে আমার ক্যাপ্টেনের এই কীর্তি চার-পাচ শ উইকেট বা বিশ্ব রেকর্ডের চেয়েও বড় ব্যাপার। তিনি একটা দৃষ্টান্ত তৈরি করেছেন যে কিভাবে একটা ড্রেসিংরুমকে একটা পরিবারের মতো করে চালাতে হয় এবং একই সাথে রেজাল্ট আনতে হয়। আমি যদি একজন মানুষ হিসেবে দেখি, মাশরাফি বিন মুর্তজা আমার কাছে একজন জীবন্ত কিংবদন্তি।

আশা করি, আগামীকাল যখন আমরা শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ও সিরিজের শেষ টি-টোয়েন্টি খেলতে নামবো, আপনি মাথা উঁচু করে আপনার টি-টোয়েন্টি ক্যারিয়ার শেষ করতে পারবেন। আসছে দিনগুলোর জন্য আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। আপনাকে খুব মিস করবো, ক্যাপ্টেন।’

 

ঢাকা, ০৫ এপ্রিল (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ