Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ৫ই মে ২০২৪, ২১শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিম

প্রকাশিত: ৩ এপ্রিল ২০১৭, ০৩:১৪

 

 

স্পোর্টস লাইভ: পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খানের দাবি, শিগগিরই পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ হাই-পারফরমেন্স (এইচপি) দল। আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসানের কণ্ঠেও তেমন কিছুরই ইঙ্গিত।

রোববার কলম্বোয় এশিয়া ক্রিকেট সংস্থার (এসিসি) সভা শেষে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান শাহরিয়ার খান বলেন, ‘ওরা (বাংলাদেশ) জাতীয় দল পাঠাতে এখনও প্রস্তুত নয়।  তবে হাই পারফরম্যান্স দল পাঠানোর ব্যাপারে রাজি হয়েছে। এটা অনেক বড় একটি ব্যাপার।'

আর বৈঠক শেষে  বিসিবি সভাপতি নাজমুল হাসান  বলেন, 'ওরা (পিসিবি) তো সব সময়ই চায় আমরা যাতে পাকিস্তানে যাই।  কিন্তু এই অবস্থায় জাতীয় দল পাঠানোর কোনো সুযোগ নেই। বিকল্প কী করা যায় তা নিয়েই আমরা এখন ভাবছি।'

রোববার কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে বৈঠক করেন বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কার বোর্ড সভাপতিরা। এর পর হোটেল তাজ সমুদ্রে  সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

বিসিবি সভাপতি জানান জুলাইয়েঢ পাকিস্তান ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে অনিশ্চয়তা নেই। জুলাইয়ে পূর্নাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান ক্রিকেট দল।

আর পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান বলেন, বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের হোম সিরিজের খেলা হতে পারে নিরপেক্ষ ভেন্যুতে। সেক্ষেত্রে এই সিরিজ হতে পারে শ্রীলঙ্কায়। ২০০৯ সালে লাহোরে সফরকারী শ্রীলঙ্কা ক্রিকেট দলের বাসে জঙ্গি হামলার পর পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ রয়েছে।

 

ঢাকা, ০২ এপ্রিল (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ