Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শনিবার, ১১ই মে ২০২৪, ২৭শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

বাংলাদেশের সিরিজ জেতা হলো না

প্রকাশিত: ২ এপ্রিল ২০১৭, ০১:০৬

স্পোর্টস লাইভ: শ্রীলঙ্কার মাটিতে ঐতিহাসিক সিরিজ জয়ের মিশনে নেমে ৭০ রানের বড় ব্যবধানেই হারতে হলো টাইগারদের। তবে সিরিজ হারতে হয়নি। ১-১ ব্যবধানে সমতার স্বাদ নিয়েই মাঠ ছাড়লেন মাশরাফি বিন মর্তুজারা।

লঙ্কানদের দেওয়া ২৮১ রানের জবাবে ২১০ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস। এর ফলে টেস্টের মতো ওয়ানডেও শ্রীলঙ্কার সঙ্গে সিরিজ ভাগাভাগি করল লাল-সবুজের দল।  

সিরিজে সমতা আনতে বাংলাদেশের সামনে ২৮১ রানের লক্ষ্য রেখেছিল শ্রীলঙ্কা। সেই পথে ছুটতে গিয়ে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দলীয় ১১ রানের মধ্যেই তিন উইকেট হারিয়ে ফেলে মাশরাফি দল। প্রথম ওভারের শেষ বলে কুলাসেকারার বলে আউট হন তামিম ইকবাল। তৃতীয় ওভারে সাব্বিরকে উইকেটরক্ষক দিনেশ চান্দিমালের গ্লাভসবন্দি করেন কুলাসেকারা। আর চতুর্থ ওভারে লাকমলের বলে লেগ বিফোর হন মুশফিকুর রহিম।

এরপর সাকিব আল হাসান ও সৌম্য সরকারের ব্যাটিংয়ে খেলায় ফিরে লাল-সবুজের দল। চতুর্থ উইকেট জুটিতে এই দুজন ৭৭ রান যোগ করেন। খেলায় যখন নিয়ন্ত্রণে ফিরছে মাশরাফির দল, ঠিক সেই সময় দিলরুয়ান পেরেরার অফ স্পিনে উইকেট হারান সৌম্য। ৪৪ বলে ৩৮ রান করেন বাংলাদেশের এই ওপেনার। বাংলাদেশের রান তখন ৮৮।

১৯তম ওভারে ১০০ রানের কোটা পার করে বাংলাদেশ। এর পরেই ক্যারিয়ারের ৩৪তম অর্ধশতক পূর্ণ করেন সাকিব আল হাসান। অর্ধশতক করার পরই প্যাভিলিয়নমুখী হন বিশ্বসেরা এই অলরাউন্ডার। দিলরুয়ান পেরেরার বলে ড্রাইভ করতে গিয়ে গুনাথিলাকাকে ক্যাচ দেন সাকিব। এর আগে প্রসন্নর বলে বোল্ড হয়ে ফিরে আসেন মোসাদ্দেক হোসেন সৈকত। সাকিব ফেরার খানেকবাদে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরে আসেন মাহমুদউল্লাহ রিয়াদও।

শেষের দিক মেহেদী হাসান মিরাজের ব্যাটিংয়ে দুইশ রানের কোটা পার করে বাংলাদেশ। দলীয় ২০৯ রানে মিরাজ আউট হবার সঙ্গে সঙ্গে বাংলাদেশের জয়ের আশা উবে যায়। শেষ পর্যন্ত ৪৪.৩ ওভারে ২১০ রানে অলআউট হয় বাংলাদেশ। সাকিব ৫৪ ও মিরাজ ৫১ রান করেন।

এর আগে কলম্বোতে শেষ ওয়ানডে ম্যাচে প্রথমে ব্যাটিং করে ৯ উইকেটে ২৮০ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। আজ টস জিতে ফিল্ডিংয়ে নেমে বল হাতে শুরুটা খুব একটা ভালো হয়নি বাংলাদেশের। প্রথম আট ওভার মাশরাফি-মুস্তাফিজদের ওপর বেশ চড়াও হয়েই খেলছিলেন দুই লঙ্কান ওপেনার ধনুস্কা গুনালিথাকা ও উপুল থারাঙ্গা। তবে দুজনেই সাজঘরে ফিরেছেন ১৪ ওভারের মধ্যে। এরপর দারুণ এক ডেলিভারিতে কুশল পেরারাকে সাজঘরমুখী করেন মুস্তাফিজ। একেবারে শেষপর্যায়ে শ্রীলঙ্কার রানের চাকাটা প্রায় একাই ঘুরিয়েছেন থিসারা পেরেরা। ৪০ বলে ৫২ রানের ঝড়ো ইনিংস খেলে শেষ ওভারে আউট হয়েছেন এই বাঁ-হাতি ব্যাটসম্যান। শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ, ৫৪ রানের ইনিংসটি এসেছে কুশল মেন্ডিসের ব্যাট থেকে।

বাংলাদেশ দল : তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা দল : উপুল থারাঙ্গা, দিনেশ চান্দিমাল, কুশল মেন্ডিস, আসেলা গুনারত্নে, দিমুথ গুনাথিলাকা, নুয়ান কুলাসেকারা, সুরঙ্গা লাকমল, সাচিত পাথিরানা, থিসারা পেরেরা, দিলরুয়ান পেরেরা ও সেকুগে প্রসন্ন।

 

ঢাকা, ০১ এপ্রিল (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ