
স্পোর্টস লাইভ : বিশ্ববিদ্যালয় গেইমসের পঞ্চম আসরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা তাদের সেরা নৈপুণ্য প্রদর্শন করেছেন। চলতি আসরের ব্যাডমিন্টনেও ইবির ছাত্রীরা শ্রেষ্ঠত্ব দেখিয়েছেন। এবার ইবির ছাত্রীরা চ্যাম্পিয়ন হয়েছেন।
একই আসরের এথলেটেও ইবির ছাত্রীরা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
ব্যাডমিন্টনে ছাত্রীদের মধ্য থেকে রানার্সআপ হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়রা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের সহকারী পরিচালন মো. আজাদ রহমান ক্যাম্পাসলাইভকে এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন শুক্রবার ব্যাডমিন্টন খেলা শেষ হয়েছে। এতে মেয়েদের মধ্য চ্যাম্পিয়ন হয়েছে ইবি।
ঢাকা, ০১ এপ্রিল (ক্যাম্পাসলাইভ২৪.কম)//জেএন
আপনার মূল্যবান মতামত দিন: