Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ১৭ই মে ২০২৪, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

হঠাৎ ওয়ানডে দলে মিরাজ!

প্রকাশিত: ২৪ মার্চ ২০১৭, ০৪:৫৭

 
স্পোর্টস লাইভ: হঠাৎ ওয়ানডে দলে মিরাজ! বিষয়টি নিয়ে চলছে বেশ আলোচনা। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশ দলে নাম ছিল না মেহেদি হাসান মিরাজের।
 
টেস্ট সিরিজ খেলে দেশে ফিরে আসেন বাংলাদেশ তরুণ এ অলরাউন্ডার। প্রস্তুতি নিচ্ছিলেন চট্টগ্রাম ও কক্সবাজারে অনুষ্ঠিতব্য ইমার্জিং এশিয়া কাপে খেলার। কিন্তু সেখান থেকেই হুট করে তাকে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দলে অন্তর্ভুক্ত করা হলো।
 
আসন্ন এই সিরিজের জন্য আগেই ১৬ সদেস্যর দল ঘোষণা করে করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মিরাজকে অন্তর্ভুক্ত করায় দলের সদস্য দাঁড়ালো ১৭। দেশের হয়ে ৭ টেস্ট খেললেও ওয়ানডে খেলা হয়নি মিরাজের। এতে ২৫ মার্চ ডাম্বুলায় সিরিজের প্রথম ওয়ানডেতে অভিষেক হওয়ার সম্ভাবনা তার।
 
অন্যদিকে ইমার্জিং কাপে মিরাজের বদলে নেয়া হয়েছে অনূর্ধ্ব-১৯ এ খেলা অফস্পিনার নাঈম হাসানকে। ২৭ মার্চ থেকে শুরু হতে যাওয়া ইমার্জিং কাপে খেলেন চট্টগ্রাম বিভাগের হয়ে খেলা এ অফস্পিনার।
 
হঠাৎ করে মিরাজকে ওয়ানডে দলে নেয়া প্রসঙ্গে বিসিবি’র নির্বাচকম-লীর প্রধান মিনহাজুল আবেদিন নান্নু বলেন, ‘শ্রীলঙ্কা দলে পাঁচজন বাঁ-হাতি ব্যাটসম্যান। আমাদের স্পিনারও বেশিরভাগ বঁ-হাতি। তাই দলে বৈচিত্র দরকার ছিল। এ কারণে মিরাজকে দলে নেয়া হয়েছে।’
 
 
ঢাকা, ২৩ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ