Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শনিবার, ১৮ই মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

এবার মাঠে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন পগবা

প্রকাশিত: ১৯ মে ২০২১, ২৩:০৩

স্পোর্টস ডেস্ক: ফিলিস্তিনে চলমান ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ জানান লেস্টার সিটির হামজা চৌধুরী। এফএ কাপের ফাইনালে ফিলিস্তিনের পতাকা উড়ান বাংলাদেশি বংশোদ্ভূত এই ফুটবলার। এবার পতাকা উড়িয়ে প্রতিবাদ জানালেন পল পগবা ও আমাদ দায়ালো।

চলমান প্রিমিয়ার লিগে গতকাল মঙ্গলবার (১৮ মে) ফুলহামের বিপক্ষে ম্যানইউর ম্যাচ শেষে এভাবেই ফিলিস্তিনের পক্ষে সমর্থন জানান পগবা ও দায়ালো। সেই ঘটনার ভিডিওটি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাস হয়েছে।

ভিডিওতে দেখা গেছে, খেলা শেষে খেলোয়াররা মাঠ প্রদক্ষিণ করার সময় ম্যানচেস্টারের এক ভক্ত পগবাকে এই পতাকাটি দেন। এরপর তিনি এবং আমাদ দায়ালো সেটি ওড়ান।

জার্মানির বিশ্বকাপজয়ী তারকা মেসুত ওজিলের মতো সবসময়ই ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়েছেন পল পগবা। নিরপরাধ ফিলিস্তিনিদের জন্য প্রার্থনাও করতে দেখা গেছে তাকে।

এর আগে এক টুইটে পগবা বলেছিলেন, ‘পৃথিবীর প্রয়োজন শান্তি ও ভালোবাসা। অতি দ্রুত সহায়তা পৌঁছাবে। সবাইকে একে অপরকে ভালোবাসতে হবে।’

ওই টুইটে ফিলিস্তিনিদের জন্য দোয়াও চেয়েছেন ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জয়ী এই তারকা ফুটবলার।

ঢাকা, ১৯ মে (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ