Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ১৭ই মে ২০২৪, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

শততম টেস্টেও টাইগারদের ঐতিহাসিক জয়

প্রকাশিত: ১৯ মার্চ ২০১৭, ২২:৪১


স্পোর্টস লাইভ: শততম টেস্টেও জয় তুলে নিয়েছে টাইগাররা। এর আগে বাংলাদেশ নিজেদের ক্রিকেটের ইতিহাসে শততম ওয়ানডে ম্যাচেও জয় পেয়েছিল। ভারতকে হারিয়ে তারার সেই ম্যাচটি উদযাপন করেন।


এবার তাদের প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা। কলম্বোর পি সারা ওভালে স্বাগতিকদের বিপক্ষে ৪ উইকেটে জয় তুলে নিয়েছে সফরকারী বাংলাদেশ। আর এতে ক্রিকেটের ইতিহাসে নিজেদের নাম স্বর্ণাক্ষরেই লিখে রাখল মুশফিকবাহিনী।


দ্বিতীয় ও শেষ টেস্টে স্বাগতিকদের ৪ উইকেটে হারিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ এ ড্র করলো টাইগাররা।
রোববার পি সারা ওভাল স্টেডিয়ামে ইতিহাস গড়তে টাইগারদের প্রয়োজন ছিল ১৯১ রানের। তামিম ইকবাল এবং সাব্বির রহমানের দায়িত্বশীল ব্যাটে শ্রীলংকার বিপক্ষে টেস্টে প্রথম জয় পেল বাংলাদেশ।


এর আগে সাকিব আল হাসান এবং মোস্তাফিজুর রহমানের দুর্দান্ত বোলিংয়ে শ্রীলংকা তাদের দ্বিতীয় ইনিংসে ৩১৯ রানে অলআউট হয়। সাকিব ৪টি এবং মোস্তাফিজ ৩টি উইকেট লাভ করেন। এছাড়া মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম উভয়েই ১টি করে উইকেট শিকার করেন।


জবাব দিতে নেমে লংকান অধিনায়ক রঙ্গনা হেরাথের বলে দলীয় ২২ রানে ১০ রান করা সৌম্য সরকার সাজঘরে ফেরেন। একবার জীবন পেলেও তা কাজে লাগাতে পারেননি সৌম্য। সৌম্য সরকারের পর মাঠে নামা ইমরুল কায়েস প্রথম বলেই খোঁচা মেরে শূন্য রানে প্যাভিলিয়নে ফিরে যান তিনি।


এরপর তামিম ও সাব্বির প্রতিরোধ গড়ে তুলার চেষ্টা করেন। তামিম ইকবাল নিজের টেস্ট ক্যারিয়ারের ২২তম ফিফটি তুলে নেন। সাব্বিরের সঙ্গে ১০৯ রানের জুটি গড়েন তামিম।


তবে শততম টেস্টে তার সেঞ্চুরির করার রেকর্ড হলো না। ৮২ রান করে দিলরুয়ান পেরেরার বল তুলে মারতে গিয়ে আউট হয়ে যান তামিম ইকবাল।


তামিমের পর সাব্বির রহমান আর সাব্বির রহমানও বেশি দেরি করেন নি। ৪১ রান করা সাব্বির পেরেরার বলে এলবিডব্লিউ হন।


চা বিরতি থেকে ফিরে দুর্ভাগ্যজনকভাবে আউট হয়ে যান সাকিব। পেরেরার করা বল সাকিবের ব্যাটে লেগে স্ট্যাম্পে হালকা ছোঁয়া দিয়ে লংকান উইকেটরক্ষকের পায়ে লাগে। বেশ কিছু সময় পর বেল পড়ে যায়। এতে জোরালো আবেদন করেন লংকান উইকেটরক্ষক। পরে থার্ড আম্পায়ারের কাছে যান ফিল্ড আম্পায়ার।


থার্ড আম্পায়ার বার বার রিপ্লে দেখে নিশ্চিত হন-সাকিবের ব্যাটে বল লাগার পরই তা স্ট্যাম্পে আঘাত হেনেছে। এরপরই ১২ রান করা সাকিব প্যাভিলিয়নের পথ ধরেন। জয়ের একেবারে দ্বারপ্রান্তে গিয়ে আউট হন মোসাদ্দেক হোসেন সৈকত। তিনি ১৩ রানে হেরাথের বলে আউট হন।


তবে অধিনায়ক মুশফিকুর রহিম এবং মেহেদী হাসান মিরাজ দলের জয় নিয়ে মাঠ ছাড়েন। মুশফিক ২২ এবং মিরাজ ২ রানে অপরাজিত থাকেন।

 

ঢাকা, ১৯ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ