Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ১৭ই মে ২০২৪, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ফের হারালেন সাকিব

প্রকাশিত: ১৪ মার্চ ২০১৭, ০০:৪৯

স্পোর্টস লাইভ: মাত্র পাঁচ দিনের ব্যবধানে ফের শীর্ষস্থান হারালেন বাংলাদেশি এই ক্রিকেটার। দীর্ঘ দিন পর টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে বিশ্বসেরা অলরাউন্ডারের তালিকার শীর্ষে উঠেছিলেন সাকিব আল হাসান।
ব্যবধান শুধু ৮ মার্চ থেকে ১৩ মার্চ। টেস্ট অলরাউন্ডারের তালিকায় নেমে গেছেন দুইয়ে।

দিন পাঁচেক আগে বরিচন্দ্রন অশ্বিনকে হটিয়ে তিন বিভাগেই শীর্ষে উঠেছিলেন, আবার সেই অশ্বিনকেই ছেড়ে দিতে হলো টেস্ট অলরাউন্ডারের শীর্ষস্থান। গল টেস্টে সাকিব নামের প্রতি সুবিচার করতে পারেননি। অপরদিকে উড়তে থাকা অস্ট্রেলিয়াকে বেঙ্গালুরু টেস্টে মাটিতে নামিয়ে আনেন ৮ উইকেট শিকারি অশ্বিন। দু’জনের র্যাংকিংয়ের রদবদল বোধ হয় এ কারণেই।

শীর্ষে উঠে আসা অশ্বিনের রেটিং পয়েন্ট ৪৩৪। আর দ্বিতীয় স্থানে নেমে যাওয়া সাকিব আল হাসানের সংগ্রহ ৪০৩ রেটিং। অশ্বিন-সাকিবের ঠিক পরেই রয়েছেন আরেক ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা; পুঁজি ৩৬০ রেটিং।

প্রসঙ্গত, টেস্ট অলরাউন্ডারের শীর্ষস্থান হারালেও ওয়ানডে এবং টি-টোয়েন্টি সেরা অলরাউন্ডার এখনও সাকিবই। ওয়ানডেতে সাকিবের পরেই রয়েছেন আফগান তারকা মোহাম্মদ নবী। আর টি-টোয়েন্টিতে সাকিবের পরেই আছেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল।

 

ঢাকা, ১৩ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ