Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বুধবার, ২২শে মে ২০২৪, ৭ই জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

অস্ত্রোপচারের পর ক্রিকেটে ফিরতে প্রস্তুত সাদমান

প্রকাশিত: ২৭ আগষ্ট ২০২০, ২০:৫৭

লাইভ প্রতিবেদক : আঙ্গুলে অস্ত্রোপচারের পর পুরো ফিটনেস ফিরে পেয়েছেন বলে মনে করেন বাংলাদেশের টেস্ট ওপেনার সাদমান ইসলাম অনিক। ইনজুরি তাকে ক্রিকেট থেকে দূরে রেখেছিলো। শক্তি-সামর্থ্য ফিরে পাওয়ায় এখন ক্রিকেটে ফিরতে প্রস্তুত সাদমান।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন শেষে সাদমান বলেন, ‘ব্যক্তিগত অনুশীলনের জন্য মাঠে ফিরে আসার পর আমি ভয় পেয়েছিলাম, ক্রিকেট বলে আমি ব্যাট করতে পারবো কি-না। কিন্তু পরে আমি ব্যাটিং শুরু করলাম, আর বুঝতে পারলাম, কোন ব্যাথা নেই এবং ধীরে ধীরে ব্যাট ধরার শক্তিও আমি পেয়েছি।’

তিনি আরও বলেন, ‘আগামীতে সিরিজ আছে এবং ঘরোয়া ক্রিকেট শুরু হতে পারে। তাই আমি আবারো ক্রিকেট খেলতে প্রস্তুত হচ্ছি। আমি ভালো অনুভব করছি এবং এখন ফিট আছি।’

অস্ট্রেলিয়ায় হাতে আঙ্গুলের অস্ত্রোপচার করেন সাদমান। সার্জারি শেষে দেশে ফিরেই করোনাভাইরাসের কারনে লকডাউনের মধ্যে পড়ে যান এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পুনর্বাসন শুরু করেন তিনি।

সাদমান বলেন, ‘সব সময় বাড়িতে থাকাটা সত্যিই অনেক কঠিন ছিলো। তখন আমি নিজেকে বলতে থাকি, পরিস্থিতি স্বাভাবিক হলেও, আমি ইনজুরির কারনে খেলতে পারি না। নিজেকে উৎসাহ দিতে আমার নিজের ব্যাটিং ভিডিওগুলো দেখেছি। পুনর্বাসন শেষে আমি ব্যাটিং শ্যাডো অনুশীলন করি।’

২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেক হয় সাদমানের। ঐ টেস্ট দিয়ে ক্রিজে টিকে থাকার পারফরমেন্স প্রদর্শন করেন তিনি, একজন টেস্ট ওপেনার যা গুন থাকা প্রয়োজন। এমন পারফরমেন্সের কারনে নির্বাচকরা তাকে দলে রেখেছিলেন।

সাদমান বলেন, ‘আমি যাতে কৌশলগত উন্নতি করতে পারি, তাই আমার ভুলগুলো সংশোধন করার চেষ্টা করেছি। আমার কৌশলের উন্নতির জন্য সে সময় গুরুত্বপূর্ণ ক্রিকেট ম্যাচগুলো আমি দেখেছি।’

ঢাকা, ২৭ আগস্ট (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ