Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ১৯শে মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

করোনায় পাকিস্তানের আরেক ক্রিকেটারের মৃত্যু

প্রকাশিত: ৩ জুন ২০২০, ২৩:৩০

স্পোর্টস ডেস্কঃ করোনার হানা এখন সব মহলেই ছড়িয়ে পড়েছে। সেই সাথে বাড়ছে এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণহানি। এবার করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন পাকিস্তানের আরেক ক্রিকেটার।

৫১ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন প্রথম শ্রেণির সাবেক ক্রিকেটার রিয়াজ শেখ। তার আগে গত এপ্রিলে করোনায় আক্রান্ত হয়ে মারা যান জাফর সরফরাজ।

রিয়াজের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক ব্যাটসম্যান রশিদ লতিফ। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে তিনি এ খবর জানিয়েছেন।

'ক্রিকেট পাকিস্তান'-এর প্রতিবেদন থেকে জানা গেছে, করোনায় আক্রান্ত ছিলেন রিয়াজ।
করোনার চিকিৎসাও চলছিল, কিন্তু শেষ পর্যন্ত প্রাণঘাতী এই ভাইরাসের সাথে যুদ্ধ করে আর জয় লাভ করতে পারেননি।

পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে পরিচিত এক মুখ ছিলেন রিয়াজ। ১৯৮৭ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত এই লেগস্পিনার খেলেছেন ৪৩টি প্রথম শ্রেণির এবং ২৫টি লিস্ট-এ ম্যাচ। দুই ফরম্যাট মিলিয়ে ১৪৬ উইকেট ও ২ হাজারের বেশি রান করেন তিনি।

খেলোয়াড়ি জীবন শেষে করাচির এই ক্রিকেট তারকা যোগ দিয়েছিলেন মঈন খান ক্রিকেট একাডেমিতে। সেখানে প্রধান কোচের দায়িত্বে ছিলেন তিনি।

ঢাকা, ০৩ জুন (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ