Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ১২ই মে ২০২৪, ২৯শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

মাশরাফি ভক্ত বিশ্ববিদ্যালয় ছাত্রকে নিয়ে তোলপাড়! (ভিডিও)

প্রকাশিত: ২ অক্টোবার ২০১৬, ০৭:০০

স্পোর্টস লাইভ : আফগানিস্তানের বিপক্ষে চলছে বাংলাদেশের খেলা। বাংলাদেশের বোলিং ইনিংসের ২৯ ওভারের দ্বিতীয় বলটি মাত্রই শেষ করেছেন তাসকিন। ফিরছিলেন বোলিং মার্কে। হঠাৎ গ্র্যান্ড স্ট্যান্ডের গ্যালারি থেকে দৌড়ে এসে মাঠে ঢুকে যান এক দর্শক।

মুহূর্তেই খেলা বন্ধ হয়ে যায়। মাশরাফি বিন মুর্তজাকে জড়িয়ে ধরেন তিনি। এমন আন্তর্জাতিক ম্যাচে হরহামেশায় দেখা যায় না এমন চিত্র। কঠোর নিরাপত্তা বেষ্টনী ডিঙিয়ে এমন সাহস দেখানো সেই ছেলেকে বিসিবির নিরাপত্তা কর্মকর্তারা টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। মাশরাফি বুঝলেন, কঠোর শাস্তি অপেক্ষা করছে ওই ভক্তের কপালে। মাশরাফি নিজেই জড়িয়ে রক্ষা করলেন ওই ভক্তকে।

তবে তার শেষ রক্ষা হল না। সেই ‘ভক্ত’ মেহেদী হাসানকে আটক করা হয়েছে। তাকে পুলিশ মিরপুর মডেল থানায় পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ওই ভক্ত ইউনাইডেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী।

মিরপুর মডেল থানার ডিউটি অফিসার এসআই অজিৎ রায় বলেন, ছেলেটিকে থানায় নিয়ে আসা হয়েছে। তাকে ওসির কক্ষে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সেখানে আরও সিনিয়র অফিসাররাও আছেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে, সে মাশরাফির ভক্ত। তবে সামনে যেহেতু ইংল্যান্ড ক্রিক্রেট দল ঢাকায় আসবে তাই তাকে আরও জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ। তারপর সিদ্ধান্ত নেওয়া হবে তাকে ছেড়ে দেওয়া হবে কিনা।

এদিকে ভক্তের সঙ্গে মাশরাফির এমন বিনয়ী ভাব নিয়ে তোলপাড় চলছে সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে।
ভক্তরা মাশরাফিকে অভিনন্দন জানিয়েছেন। আবার অনেকেই আটক ওই ছাত্রের মুক্তি দাবি করেছেন।

টিভির পর্দায় দেখা গেছে, বাংলাদেশের বোলিংয়ের ২৯তম ওভারের সময়ের ঘটনা। আফগানিস্তানের তখন সাত উইকেট নাই। রান মাত্র ১০২। হঠাৎ কোনও একজনের মাঠে ঢুকে পড়া চোখে পড়ে মাশরাফির। তিনি নিজেও প্রথমে ভড়কে গিয়েছিলেন। ওই তরুণ যখন হাত বাড়িয়ে দেয়, মাশরাফিও হাত বাড়ালেন। এরপর মুহূর্তেই তাকে বুকে জড়িয়ে নিলেন। ততক্ষণে হাফ ডজন নিরাপত্তাকর্মী ও মাঠের স্টাফরা ঘিরে ফেলেন ওই তরুণ ভক্তকে। দুজনে মিলে মাশরাফির বুক থেকে ওই তরুণকে টেনে বের করার আপ্রাণ চেষ্টা করলেন।

কিন্তু কিছুতেই ছাড়ছেন না। নিরাপত্তাকর্মীদের অ্যাকশন দেখে মাশরাফি হয়তো আঁচ করতে পারলেন ওই তরুণের অবস্থা পরবর্তী সময়ে কী হতে পারে। তাই তিনি একটু পরিবেশটা হালকা করার চেষ্টা করলেন। তরুণটিকে নিজেই মাঠের বাইরে দিয়ে আসতে শুরু করলেন। যখন নিরাপত্তাকর্মীদের হাতে ছেড়ে দিলেন, তখনও সংশয় রয়ে গেল বাংলাদেশ অধিনায়কের মনে। সে কারণেই কিনা মাশরাফির অনুরোধে ওই ভক্তকে বসিয়ে রাখা হয় গ্র্যান্ড স্ট্যান্ডে।


তবে পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার পর ওই তরুণকে কড়া নজরদারিতে রেখেছিল পুলিশ। খেলা শেষে তাকে সোজা মিরপুর মডেল থানায় নিয়ে যাওয়া হয়।

চলুন দেখে নেয়া যাক সেই ভিডিওটি :


ঢাকা, ০২ অক্টোবর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//জেএন


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ