Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বুধবার, ৮ই মে ২০২৪, ২৪শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা

প্রকাশিত: ৮ অক্টোবার ২০১৮, ০৮:৫৫

স্পোর্টস লাইভ: প্রথম সাফ অনূর্ধ্ব-১৮ টুর্নামেন্টের ফাইনালে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের মেয়েরা। ভুটানের থিম্পু স্টেডিয়ামে বাংলাদেশ সময় ৭টায় শুরু হওয়া এই ম্যাচে ১-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশের কিশোরীরা।

ম্যাচে দুপক্ষই একাধিকবার চেষ্টার পরও প্রথমার্ধ্বে কোনো গোল করতে পারেনি। ম্যাচের মাত্র ৩ মিনিটেই প্রথম ফ্রি কিক আসে বাংলাদেশের পক্ষে। কিন্তু সে সুযোগ কাজে লাগাতে দেয়নি নেপালের ডিফেন্ডাররা।

একই মিনিটে নেপাল প্রথম সুযোগ পায় গোলের কিন্তু বাংলাদেশের গোলরক্ষকের দক্ষতায় তা সম্ভব হয়নি। ৭ম মিনিটে সুযোগ আসে বাংলাদেশেরও। কিন্তু ভালো ফিনিশ না হয় হওয়ায় গোলের সুযোগ হারাতে হয়। এভাবেই দুই পক্ষের একাধিক সুযোগ হারানোর মধ্য দিয়েই শেষ হয় প্রথমার্ধ্ব।

কিন্তু দ্বিতীয়ার্ধ্বে মাঠে নেমে বাংলাদেশ যেনো আরও একটু আক্রমণাত্মক হয়ে ওঠে। ৪৯ মিনিটে মাসুরা পারভিনের দারুণ এক শটে গোল জালে পাঠতে কোনো বেগ পেতে হয়নি। এরপরও সুযোগ পায় বাংলাদেশ কিন্তু গোলের দেখা আর পায়নি কৃষ্ণা-সানজিদারা।

তাই ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ। তবে শিরোপা জয়ের জন্য মাসুরের এই একটি গোলই যথেষ্ট ছিল।

 


ঢাকা, ০৭ অক্টোবর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ