Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বৃহঃস্পতিবার, ৯ই মে ২০২৪, ২৬শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

পাকিস্তানকে হারিয়ে টিকে রইলো টাইগাররা

প্রকাশিত: ২ অক্টোবার ২০১৮, ০৭:৫১

স্পোর্টস লাইভ: যুব এশিয়া কাপে প্রথম জয় পেলো বাংলাদেশ। আজ পাকিস্তানকে ৩ উইকেটে হারায় তারা। এ জয়ে আসরে টিকে রইলো যুব টাইগাররা। এর আগে শনিবার আসরের উদ্ধোধনী ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৬ উইকেট হার দেখে তারা।

আজ ‘বি’ গ্রুপের খেলায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে বাংলাদেশি বোলাদের তোপের মুখে ৪৫.১ ওভারে ১৮৭ রান করে অলআউট হয় পাকিস্তান। জাবাবে ৭ উইকেট হারিয়ে ১৬ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে বাংলাদেশ।

দলের পক্ষে সর্বোচ্চ ৬৫ রান করেন শামিম হোসেন। এছাড়া প্রান্তিক নওরোজ নাবিল ৫৮ রানের ইনিংস খেলেন। পাকিস্তানের পক্ষে ২৪ রান খরচায় সর্বোচ্চ ৩ উইকেট নেন মোহাম্মদ মুসা।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করছিল পাকিস্তান। দলীয় ৩০ রানের মাথায় প্রথম উইকেট হারা তারা। অভিষেক দাসের বলে ব্যক্তিগত ১১ রানে আউট হয়ে যান ওপেনার মোহাম্মদ মহসিন খান।

এরপর অন্য ওপেনার সাইম আইয়ুবকে নিয়ে দলের হাল ধরেন অধিনায়ক রোহেইল নাজির। দুজন মিলে দলের স্কোরে যোগ করে ৪৩ রান। এরপরই ব্যক্তিগত ২৩ রানে রিশাদ হোসাইনের বলে আউট হয়ে সাজঘরে ফিরে যান রোহেইল।

তবে পাকিস্তানের হয়ে বড় প্রতিরোধ গড়েন ওয়াকার আহমেদ। ৫৮ বলে ৬৭ রান করেন তিনি। মেরেছেন ১০টি চার ও ১টি ছক্কা। এছাড়া ওপেনার নাইম আর আউট হওয়ার আগে করেন ৪৯ রান।

জুনাইদ খান করেন ২৪ রান। বাংলাদেশের হয়ে ৫৩ রানে ৩ উইকেট নিয়েছেন রিশাদ। এছাড়া শরিফুল ইসলাম নিয়েছেন ২ উইকেট।


ঢাকা, ০১ অক্টোবর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//বিএসসি


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ