Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বৃহঃস্পতিবার, ৯ই মে ২০২৪, ২৬শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

চমক দিয়ে শুরু করেছে বাংলাদেশ

প্রকাশিত: ২ অক্টোবার ২০১৮, ০৭:৪৪

সিলেট লাইভ: এবার চমক দিয়ে শুরু করেছে বাংলাদেশ। লাওসকে হারিয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপে শুভ সূচনা করেছে । সোমবার সিলেট জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে লাল-সবুজ জার্সিধারীরা জিতেছে ১-০ গোলে। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর ৫৯ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন বিপলু আহমেদ।

বাংলাদেশ প্রাধান্য নিয়ে খেললেও গোল আদায় করতে পারছিল না কিছুতে। আক্রমনভাগের দুই খেলোয়াড় নাবীব নেওয়াজ জীবন ও মাহবুবুর রহমান সুফিল একের পর এক সহজ সুযোগগুলো নষ্ট করায় হতাশ হয়ে উঠছিল সিলেট জেলা স্টেডিয়ামের গ্যালারির প্রায় ২৫ হাজার দর্শক। একের পর এক সুযোগ নষ্ট হওয়ার পর প্রত্যাশিত গোল আসে ৫৯ মিনিটে।

জীবনের বাঁকানো শট গোলরক্ষক শট ফিরিয়ে দিলে ফিরতি বলে শট নেন সুফিল। এবারও লাওসের গোলরক্ষক ঠেকিয়ে দেন। তবে বল পোস্টের সামনেই পড়ে। বিপলুর শটে লাওসের গোলরক্ষকের পায়ে লেগে জড়িয়ে যায় জালে। বাংলাদেশ এগিয়ে যেতে পারতো ১১ মিনিটেই।

ডিফেন্ডার ওয়ালি ফয়সালের লম্বা পাস ধরে বাম দিক দিয়ে ঢুকে শট নিয়েছিলেন নাবীব নেওয়াজ জীবন। বল ক্রসবারে বাতাস দিয়ে বাইরে গেলে রক্ষা পায় লাওস। ২৩ মিনিটে জীবনের ক্রসে ফাঁকায় দাঁড়িয়েও বল-মাথার সংযোগ ঘটাতে পারেননি রবিউল হাসান।

২৫ মিনিটে বক্সে গোলরক্ষককে একা পেয়েও শরীরের সব শক্তি প্রয়োগ করে বল বাইরে মারেন মাহবুবুর রহমান সুফিল। ৩৬ মিনিটে প্রতি আক্রমন থেকে লাওসের বউনকংয়ের শট ডান দিকে ঝাপিয়ে লুফে নেন বাংলাদেশের গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা।

৪৭ মিনিটে সুফিল আবার সহজ মিস করেন। বক্সের সামনে থেকে তিনি বল মারেই বাইরে। ৪৯ মিনিটে লাওসের সামনে সুযোগ এসেছিল। ডান দিক দিয়ে দ্র‍ুত গতিতে ঢুকে নাথফাসুক শট নিলে ক্রসবারে বাতাস দিয়ে বাইরে চলে যায়।

বাংলাদেশ একাদশ : আশরাফুল ইসলাম রানা, ওয়ালি ফয়সাল,রবিউল হাসান (জাফর ইকবাল), মাহবুবুর রহমান সুফিল(ইব্রাহিম), নাবীব নেওয়াজ জীবন বিশ্বনাথ ঘোষ, তপু বর্মন, টুটুল হোসেন বাদশা, বিপলু আহমেদ (মামুনুল ইসলাম), জামাল ভুঁইয়া ও মাসুক মিয়া জনি ।


ঢাকা, ০১ অক্টোবর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//বিএসসি


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ