Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বৃহঃস্পতিবার, ১৬ই মে ২০২৪, ১লা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

''ফিল্ডিং নিয়ে আমরা গর্বিত''

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বার ২০১৮, ১০:১১

স্পোর্টস লাইভ: এবার পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। বুধবার এশিয়া কাপের সুপার ফোরের শেষ ম্যাচে ৩৭ রানে জয় কুড়ায় টাইগাররা।

এ ম্যাচে ফিল্ডিংয়ে দুর্দান্ত ছিল বাংলাদেশ। ফিল্ডিংয়ে যে বাংলাদেশকে সাধারণত দেখা যায় না। ম্যাচশেষে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এদিনের ফিল্ডিং নিয়ে তাই তৃপ্তির কথা জানাতে ভুললেন না।

তিনি বলেন, ফিল্ডিং নিয়ে আমরা গর্ব করতে পারি। গতকাল আবুধাবিতে আগে ব্যাট করতে নেমে বড় বিপদে পড়েছিল বাংলাদেশ। তবে মুশফিকুর রহীম ও মোহাম্মদ মিঠুন সেই বিপদ কাটিয়ে উঠেন।

২৩৯ রানের পুঁজি গড়ে বাংলাদেশ। জবাবে পাকিস্তানের ইনিংস থামে ৯ উইকেটে ২০২ রানে। বাংলাদেশ প্রথম উইকেটই শিকার করে মেহেদী হাসান মিরাজের বলে রুবেল হোসেনের দুর্দান্ত ক্যাচের মাধ্যমে।

মাশরাফি পাখির মতো উড়ে শোয়েব মালিকের ক্যাচ নেন। উইকেটের পিছনে লিটন দাস অবশ্য দুটি ক্যাচ ফেলেন। তবে সেটি পুষিয়ে দিয়েছেন জোড়া স্টাম্পিং করে। অন্যদের ফিল্ডিংও ছিল দেখার মতো।

বোলারদের দুর্দান্ত বোলিংয়ের সঙ্গে এই ম্যাচে জয়ের পিছনে ফিল্ডিংকেও কৃতিত্ব দিতে হবে। ম্যাচশেষে পুরস্কার বিতরণী মঞ্চে মাশরাফি ফিল্ডিং নিয়ে বলেন, ফিল্ডিংয়ের জায়গাটায় আজ আমরা গর্ব করতে পারি।

কারণ আমরা অনেকদিন এই মানের ফিল্ডিং করতে পারেনি। আশা করি ছেলেরা বুঝতে পেরেছে ফিল্ডিং কতোটা গুরুত্বপূর্ণ।

আশাকরি ছেলেরা এটা ধরে রাখতে পারবে। আমাদের ব্যাটিংয়ে উন্নতি করতে হবে। একই সঙ্গে বোলিংয়ের কিছু দিক নিয়ে কাজ করতে হবে।

 

ঢাকা, ২৭ সেপ্টেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ