Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ১২ই মে ২০২৪, ২৮শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রকাশিত: ১ অক্টোবার ২০১৬, ২০:৩৫

স্পোর্টস লাইভ: আজ আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জয় ও শততম জয়ের হাতছানি বাংলাদেশের সামনে। উৎসবের মঞ্চ প্রস্তুত টাইগারদের জন্য। আগের ম্যাচেও প্রস্তুত ছিল মঞ্চটি। কিন্তু আফগান দাপটে অপেক্ষা বাড়ে মাশরাফি বাহিনীর। আজ সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষা। একটি জয় বাংলাদেশকে ফিরিয়ে আনবে চালকের আসনে।

সেই লড়াইয়ে আফগানিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডেতে মিরপুর শের-ই-বাংলায় টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দলপতি মাশরাফি বিন মুর্তজা।
৩১৪ ওয়ানডেতে বাংলাদেশের জয় ৯৯টি। টেস্ট খেলুড়ে সবগুলো দেশই ওয়ানডেতে সেঞ্চুরির কোটা পূরণ করেছে।

আজ জিতলেই বাংলাদেশ এলিট ক্লাবে প্রবেশ করবে। এছাড়া ঘরের মাঠে টানা ষষ্ঠ সিরিজ জয়ের স্বাদও পাবে লাল-সবুজের জার্সিধারীরা।
অন্যদিকে দাপটের সঙ্গে পারফর্ম করা আফগানিস্তান নিজেদের ক্রিকেট ইতিহাসের সেরা সাফল্যের দ্বারপ্রান্তে। টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে এখনও ওয়ানডে সিরিজ জেতেনি আফগানিস্তান। বাংলাদেশকে হারালে নিশ্চিতভাবেই ইতিহাসের পাতায় বন্দী থাকবে আফগানিস্তানের ক্রিকেটাররা।

বাংলাদেশ দলে দুটি পরিবর্তন আনা হয়েছে। পেসার রুবেল হোসেনের বদলে খেলছেন শফিউল ইসলাম। মোশাররফ হোসেন রুবেল খেলছেন তাইজুল ইসলামের পরিবর্তে।
বাংলাদেশ স্কোয়াড: মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মোশাররফ হোসেন রুবেল, তাসকিন আহমেদ ও শফিউল ইসলাম।

৮ বছর পর জাতীয় দলে ফিরেছেন মোশাররফ হোসেন রুবেল। ২০০৮ সালে জাতীয় দলের জার্সি সর্বশেষ পড়েছিলেন বাঁহাতি এ স্পিন অলরাউন্ডার। মিরপুরেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেছিলেন সর্বশেষ ওয়ানডে।

আফগানিস্তান দলে একটি পরিবর্তন আনা হয়েছে। নাভিন-উল-হকের পরিবর্তে দলে এসেছেন সামিউল্লাহ শেনওয়ারি।

আফগানিস্তান দল: মোহাম্মদ শাহজাদ, নওরোজ মঙ্গল, রহমত শাহ, হাসমতউল্লাহ শাহিদী, আসগর স্টানিকজাই, মোহাম্মদ নবী, সামিউল্লাহ শেনওয়ারি, নাজিবুল্লাহ জাদরান, রশীদ খান, মিরওয়াইজ আশরাফ ও দওলাত জারদান।

ঢাকা, ০১ অক্টোবর, (ক্যাম্পাসলাইভ২৪.কম)// আইএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ