Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

দুই বোনের লড়াই, জয়ী সেরেনা

প্রকাশিত: ২ সেপ্টেম্বার ২০১৮, ২১:০০

স্পোর্টস লাইভ: টেনিস তারকা সেরেনা উইলিয়ামস ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডে সরাসরি সেটে জয় পেয়েছেন বড়বোন ভেনাস উইলিয়ামসের বিপক্ষে। উইলিয়ামস বোনেদের ৩০তম দ্বৈরথে যে সেরেনাই জয়া হয়েছেন।

ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডে ভেনাসের বিপক্ষে ম্যাচটিতে মাত্র ৭১ মিনিট খেলেই ৬-১, ৬-২ গেমে সরাসরি সেটে জিতেছেন সেরেনা। মাত্র তিনটি গেমে হেরে ম্যাচটি জেতায় এটি হয়ে গেছে ভেনাসের বিপক্ষে যৌথভাবে তার সেরা জয়ও। এর আগে ২০১৩ সালে চার্লসটনে একই ব্যবধানে জিতেছিলেন একসময়ের বিশ্বসেরা টেনিস তারকা।

এবিষয়ে ভেনাস আরো বলেন, ‘অবশ্যই, এটা এমন একটা পর্যায়ের খেলা যেটা সে পুরো আসর জুড়েই ধরে রাখতে চাইবে।’ এর আগে ২৩টি গ্র্যান্ড স্ল্যাম জেতা সেরেনা দাঁড়িয়ে আছেন ইতিহাসের দোরগোড়ায়। এবারের ইউএস ওপেন জিততে পারলে মার্গারেট কোর্টের ২৪ টি গ্র্যান্ড স্ল্যামজয়ের রেকর্ড ছুঁয়ে ফেলবেন তিনি।

সে কীর্তি গড়ার পথে সেরেনার পরের বাধা এস্তোনীয় খেলোয়াড় কাইয়া কানেপি। এবারের প্রতিযোগিতার প্রথম রাউন্ডেই বিশ্বসেরা টেনিস খেলোয়াড় সিমোনা হালেপকে ছিটকে দেওয়া কানেপির বিপক্ষে আজ রাতে মাঠে নামবেন সেরেনা।

 

ঢাকা, ০২ সেপ্টেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ