Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বুধবার, ১৫ই মে ২০২৪, ১লা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

নতুন জার্সিতে মাঠে নেমেছেন টাইগাররা

প্রকাশিত: ২৮ আগষ্ট ২০১৮, ০২:৩৫

স্পোর্টস লাইভ: এশিয়া কাপ সামনে রেখে সোমবার থেকে শুরু হয়েছে ক্রিকেট দলের প্রস্তুতি ক্যাম্প। সকালে নতুন জার্সি গায়ে অনুশীলনে নামেন টাইগাররা। জানা গেছে, মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান ‘রবি’র সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চুক্তি বাতিলের পর নতুন জার্সিতে টাইগাররা।

সংযুক্ত আরব আমিরাতে এবারের এশিয়া কাপ শুরু হবে আগামী ১৫ই সেপ্টেম্বর। উদ্বোধনী দিনে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। এসময় দলের সঙ্গে যোগ দেবেন প্রধান কোচ স্টিভ রোডস।

ক্রিকেটারদের যে প্র্যাক্টিস কিট বা জার্সি দেয়া হয়েছে তাতে কোথাও রবির লোগো বা নাম লেখা নেই। ইতিমধ্যেই ৩১ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। স্কোয়াডের ২৯ খেলোয়াড়কে নিয়েই শুরু হয়েছে আনুষ্ঠানিক প্রস্তুতি পর্ব। পবিত্র হজব্রত পালনে সৌদি আরব থাকায় সাকিব আল হাসান ও ক্যারিবিয়ান লীগ খেলতে ওয়েস্ট ইন্ডিজে থাকায় মাহমুদুল্লাহ রিয়াদ প্রস্তুতি ক্যাম্পের শুরুতে যোগ দিতে পারেননি। সকাল ৯টায় মিরপুর ক্রিকেট স্টেডিয়ামের ইনডোরে রিপোর্টিং শুরু করেন স্কোয়াডে থাকা ২৯ ক্রিকেটার।

 


ঢাকা, ২৭ আগস্ট (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ