Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ১৭ই মে ২০২৪, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

রেকর্ড গড়লেন আদিল রশিদ

প্রকাশিত: ১৪ আগষ্ট ২০১৮, ০২:০০

স্পোর্টস লাইভ: অনেকটা যুদ্ধ করেই মঈন আলির জায়গায় আদিল রশিদকে ইংল্যান্ড দলে ঢুকিয়েছিলেন নির্বাচক এড স্মিথ। দলে জায়গা পেয়ে রেকর্ডও গড়েছেন রশিদ। তবে এমন রেকর্ড ভবিষ্যতে বোধহয় আর কখনো করতে চাইবেন না ইংলিশ লেগস্পিনার!

লর্ডস টেস্টে বোলিং তো দূরে থাক, ব্যাটিংয়েরও সুযোগ পাননি রশিদ। ফিল্ডিং করেছেন ঠিকই কিন্তু সেখানে ক্যাচ ধরারও সুযোগ পাননি। রানআউটে রাখতে পারেননি অবদান।

এমনভাবে কোনকিছু না করে ম্যাচে খালিহাতে দাঁড়িয়ে থাকা খেলোয়াড়দের তালিকায় রশিদ অবশ্য একা নন। শেষ ১৩ বছরে তার আগে এমন রেকর্ডের ভাগীদার হয়েছেন আরও ১৩জন।

লর্ডসে অবশ্য কিছু করারও ছিল না রশিদের। স্পিনার হওয়ায় তাকে ব্যবহারই করেননি ইংলিশ অধিনায়ক জো রুট। টেস্টে যা করার করেছেন পেসাররাই। দুই ইনিংস মিলিয়ে জেমস অ্যান্ডারসনের শিকার ভারতের ২০ উইকেটের ৯টি।

স্টুয়ার্ট ব্রড নিয়েছেন ৪ উইকেট। লর্ডসে অভিষেক শতক হাঁকানো অলরাউন্ডার ক্রিস ওকসও নিয়েছেন চার উইকেট। পেসারদের স্বর্গ রাজ্যে আর কীইবা করতে পারতেন রশিদ!

 

 


ঢাকা, ১৩ আগস্ট (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ