Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ৩রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ফিরিয়ে আনা হচ্ছে রুবেলকে

প্রকাশিত: ১১ জুলাই ২০১৮, ০৩:৪৭

স্পোর্টস লাইভ: ওয়েস্ট ইন্ডিজের মাটিতে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছে রুবেলের বিরুদ্ধে। দলের শৃঙ্খলা ভেঙে সহযোগীদের সঙ্গে অযাচিত বচসা-বিবাদে জড়িয়ে পড়েছেন বাংলাদেশ দলের পেসার রুবেল হোসেন। ঝগড়ার এক পর্যায়ে হাতাহাতিও নাকি করেছেন এ দ্রুত গতির বোলার।

ঘটনাটি কতটুকুন সত্য তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছেনা। ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান ও মিনহাজুল আবেদিন নান্নুর কাছে এই বিষয়ে জানতে চাওয়া হলে তেমন কিছু জানা যায় নি।

আকরাম খান ক্যাম্পাসলাইভকে জানান, ‘কই নাতো, আমিতো এমন কোনো ঘটনার কথা শুনিনি। রুবেল শৃঙ্খলা বিরোধী কোনো কাজ করেছে এমন ঘটনা আমার জানা নেই।’

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু অবশ্য খানিক কৌশলী আচরণ করেন। তিনি হ্যাঁ-না কিছু বলেননি। কূটনৈতিক ভাষায় শুধু বলেন, রুবেল প্রত্যাশা মেটাতে পারেননি। তবে শেষ খবর, টেস্ট সিরিজ শেষে ওয়েস্ট ইন্ডিজ থেকে দেশে ফেরত পাঠানো হচ্ছে রুবেল হোসেনকে। ঠিক কেন ও কি কারণে তাকে ফিরিয়ে আনা হচ্ছে?

তবে একটি বিশেষ সূত্র থেকে জানা গেছে, রুবেল প্রত্যাশা মেটাতে পারেনি, তাই তাকে হয়তো দেশে ফিরিয়ে আনা হবে। প্রধান নির্বাচক বলেন, 'যদিও ১৬ জনের ওয়ানডে দলে রুবেল আছে। তারপরও আমরা তাকে ফিরিয়ে আনার চিন্তা ভাবনা করছি।' নান্নু আরও বলেন, মোস্তাফিজ নিজেকে ফিট প্রমাণ করেছে। তাই আমরা ১৬ জনের স্কোয়াড থেকে একজন কমিয়ে আনার কথা ভাবছি।’

জানা গেছে, নতুন কোচ স্টিভ রোডস আর অধিনায়ক সাকিব আল হাসান দুজনই রুবেলের ব্যাপারে অসুন্তুষ্ট। কোচ স্টিভ রোডস যে তিনদিন আগে ওয়েস্ট ইন্ডিজ থেকে বিসিবি সভাপতি নাজমুল হাসানের কাছে ফোন করেছিলেন, সেখানেও নাকি রুবেলের কথা বলেছিলেন।

 


ঢাকা, ১০ জুলাই (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ