Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ৩রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

৫৫ বছরের রেকর্ড ভাঙ্গতে পারবে কি বেলজিয়াম...

প্রকাশিত: ৫ জুলাই ২০১৮, ২২:১৭

স্পোর্টস লাইভ : দারুণ ছন্দে রয়েছে ব্রাজিল। ৫ বারের বিশ্ব জয়ী এই দলটি। ২০১৮ সালের বিশ্বকাপে দাপটের সঙ্গে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করেছে। তাদের প্রতিপক্ষ ইউরোপের অন্যতম পরাশক্তি বেলজিয়াম। যাদেরকে এবারের বিশ্বকাপের অন্যতম দাবিদার বলা হচ্ছে।

তাই বলাই চলা, কোয়ার্টার ফাইনালে ম্যাচটি হবে জমজমাট। তবে পরিসংখ্যানে ব্রাজিল এগিয়ে রয়েছে বেলজিয়ামের চেয়ে। সর্বশেষ ৫৫ বছর আগে ব্রাজিলের বিপক্ষে জয় পেয়েছিল বেলজিয়াম। ১৯৬৩ সালে এক প্রীতি ম্যাচে জিতো-গিলমারের ব্রাজিলকে ৫-১ ব্যবধানে হারিয়েছিল বেলজিয়াম।

সেটাই বেলজিয়ামের প্রথম এবং শেষ। এরপর দীর্ঘ ৫৫ বছরে ৩ বারের মোকাবেলায় একবারও শেষ হাসি হাসতে পারেনি বেলজিয়াম। ১৯৬৫ সালে দ্বিতীয় মোকাবেলায় পেলের হ্যাটট্রিকে ৫-০ ব্যবধানে বেলজিয়ামকে হারিয়েছিল ব্রাজিল। এরপর ১৯৮৮ সালে জিওভান্নির জোড়া গোলে বেলজিয়ামকে ২-১ ব্যবধানে হারিয়েছিল সেলেসাওরা।

বিশ্বকাপে বেলজিয়ামের বিপক্ষে মাত্র একবারই মোকাবেলা করেছে ব্রাজিল। ২০০২ সালে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে ২-০ গোলে জয় পেয়েছিল নেইমাররা।


ঢাকা, ০৫ জুলাই (ক্যাম্পাসলাইভ২৪.কম)//জেএইচ এন


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ