Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ১৩ই মে ২০২৪, ৩০শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

যে কারণে বহিস্কার হয়েছিল রংপুরের জুপিটার (ভিডিও)

প্রকাশিত: ১ ডিসেম্বার ২০১৬, ২৩:২৫

 




স্পোর্টস ডেস্ক: বিতর্ক পিছু ছাড়ছে না বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর। এবার রংপুর রাইডাসের এক খেলোয়ারের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিস্কার করা হয়েছে। এরপর সে টিম ম্যানাজার সানোয়ার হোসেনের বিরুদ্ধে ম্যাচ-ফিক্সিংয়ের প্রস্তাব দেওয়ার পাল্টা অভিযোগ দেয়। কিন্তু এবার বেসরকারী টেলিভেশনের এক প্রতিবেদনে বিতর্কের অবসান হলো।

সেই বিতর্কীত খেলো য়ার হলো জুপিটার ঘোষ। তবে রংপুর রাইডার্সের এই খেলোয়াড় এমন দাবি করলেও, ক্রিকেট অনুরাগীদের শুরু থেকেই সন্দেহের তীর ছিল অন্যদিকে। কারণ জুপিটার ঘোষ রংপুরের প্রথম একাদশের কোনো খেলোয়াড় না, এমন কি মাঠে নামার আগে দল যে ১৫ জনের নাম পাঠায় এর মধ্যেও তার নাম ছিল না। কাজেই তার পক্ষে ম্যাচ পাতানো সম্ভব না।

বরং রংপুর রাইডার্স কর্তৃপক্ষ শুরু থেকেই বলে আসছিল দলীয় শৃঙ্খলাভঙ্গের কারণেই জুপিটারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এবার সেই যুক্তির পক্ষে একটি প্রমাণও পাওয়া গেছে। বেসরকারি একটি টেলিভিশনের প্রতিবেদনে দেখা যায়, জুপিটার ঘোষ এক নারীর সঙ্গে হোটেল লবি পার হচ্ছেন। তবে এই নারী কি তার বান্ধবী! নাকি অন্য কোনো সম্পর্ক তাদের মধ্যে, তা জানা যায়নি। তবে রংপুর রাইডার্স কর্তৃপক্ষের দাবি, এই নারীর সঙ্গেই অসামাজিক কার্যকলাপে লিপ্ত ছিল জুপিটার ঘোষ। আর এজন্যই তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

উল্লেখ্য, বিপিএল কর্তৃপক্ষ এবার সানোয়ার হোসেনকে রংপুরের ড্রেসিংরুম ও খেলোয়াড়দের ডাগ-আউটে তার প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে। তাহলে জুপিটারের এই অভিযোগের সত্যতা কতদূর।

তবে বিপিএল কতৃপক্ষ বলছে আমরা দুই জনের অভিযোগই নিরপেক্ষভাবে ক্ষতিয়ে দেখছি। যে দোষি হবে সেই শাস্তি পাবে।

ভিডিও:

সৌজন্য যমুনা টেলিভিশন।

ঢাকা, ০১ ডিসেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)// এআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ