Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ১০ই মে ২০২৪, ২৭শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

স্পেনকে হারিয়ে কোয়ার্টারে খেলবে রাশিয়া!

প্রকাশিত: ২৯ জুন ২০১৮, ০১:৩৬

স্পোর্টস লাইভ: বিশ্বকাপে র‌্যাঙ্কিংয়ের দিক থেকে সবচেয়ে খারাপ অবস্থায় ছিল রাশিয়া। দক্ষিণ আফ্রিকার পর রাশিয়াই প্রথম স্বাগতিক হিসেবে গ্রুপ পর্ব থেকে বাদ পড়তে যাচ্ছে বলে সকলের ধারণা ছিল। কিন্তু সবার ধারণা ভুল প্রমাণ করে প্রথম ম্যাচেই সৌদি আরবকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে স্বাগতিকরা। অপরদিকে মিসরকে হারিয়ে শেষ ষোলও নিশ্চিত করে তারা।

দ্বিতীয় পর্বে স্বাগতিকদের প্রতিপক্ষ স্পেন। আপাতদৃষ্টিতে ২০১০ এর চ্যাম্পিয়নদের বিরুদ্ধে 'আন্ডার ডগ' হিসেবেই নামবে রাশিয়া। তবে স্পেনের বর্তমান ফর্ম খুব একটা সুবিধার নয়। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলতে পা রাখলেও প্রতিটি ম্যাচেই ভুগেছে স্পেন। তার ওপর বিশ্বকাপ শুরুর দুইদিন আগে নতুন কোচ নিয়োগ দেয়ায় দলের অবস্থাও টালমাটাল।


বর্তমান রাশিয়ান তারকা ডেনিস চেরিশেভের বাবা সাবেক ফুটবলার দিমিত্রি চেরিশেভ মনে করেন, স্পেনকে হারিয়ে স্বাগতিকরাই কোয়ার্টারে পা রাখবে। দিমিত্রি চেরিশেভ বলেন, ‘আমি মনে করি, আমরা জিতবো এবং কোয়ার্টার ফাইনালে পা রাখবো। স্পেন বর্তমানে সঙ্কটে আছে। কারণ আমরা বিশ্বকাপ নিজের মাটিতে খেলছি এবং আমাদের জিততে হবে। বিশ্বকাপের দুইদিন আগে কোচ বদল করাটা বাড়াবাড়ি। আমি মনে করি স্প্যানিশরা এটা নিয়ে কিছুটা ভুগছে।’

ছেলে ডেনিসের পারফরম্যান্স নিয়েও ভীষণ খুশি দিমিত্রি। তিনি আশা করছেন, স্পেনের বিপক্ষে গোল পাবে তার ছেলে, ‘ডেনিস পুরোপুরি আত্মবিশ্বাসী। সে এখন খুবই খুশি। স্পেনের বিপক্ষে খেলাটা তার জন্য বিশেষ কিছু হবে। সে স্পেনের বিপক্ষে আরো ভালো খেলবে এবং গোলও করবে।’


ঢাকা, ২৮ জুন (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ