Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ১০ই মে ২০২৪, ২৭শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

বাংলালাদেশ দলের বড় চ্যালেঞ্জ!

প্রকাশিত: ২৯ জুন ২০১৮, ০০:৩৪

স্পোর্টস লাইভ: চলতি বছর ক্রিকেটীয় দিক থেকে খুব একটা স্বস্তি নেই বাংলাদেশের। নিদাহাস ট্রফি ছাড়া বলার মত সফলতা ছিল না বাকি সিরিজ গুলোতে। আফগানিস্তানের কাছে টি-২০ সিরিজে হোয়াইটওয়াশ তো হয়ে এসেছে মরার উপর খাঁড়ার ঘা হয়ে।

উইন্ডিজ সফরে বাংলাদেশ অবশ্য যে দলটির বিপক্ষে খেলবে, সেটি তারুণ্যে ভরপুর। স্বাগতিকদের দলটির চেয়ে বাংলাদেশের দলটিই বেশি অভিজ্ঞ। আর এজন্য থাকছে ভালো করার প্রত্যাশাও। তবে সম্প্রতি ঐ দলটির কাছেই শ্রীলঙ্কার নাস্তানাবুদ হওয়া একইসাথে জাগাচ্ছে শঙ্কাও।

আর তাই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর মতে, উইন্ডিজ সফরে উদ্বোধনী টেস্ট সিরিজ বাংলাদেশের জন্য সহজ হবে না। সেই সাথে ব্যাটসম্যানদের জন্য থাকবে ভালো করার বড় চ্যালেঞ্জ।

এসময় তিনি আরো বলেন, ‘এটি সত্যি, উইন্ডিজ দল আমাদের তুলনায় তরুণ। কিন্তু ওরা যে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজটি খেলেছে সেখানে দেখুন, একটুও হেলাফেলা করার মতো দল নয় তারা। তার উপর ওদের মাটিতে খেলা।’

সিরিজ সহজ হবে না জানিয়ে সাবেক অধিনায়ক বলেন, ‘আমিতো মনে করি এ সিরিজ আমাদের জন্য সহজ হবে না। বিশেষ করে বড় চ্যালেঞ্জ থাকবে আমাদের ব্যাটসম্যানদের জন্য।’

উপমহাদেশের পরিবেশের সাথে ক্যারিবীয় অঞ্চলের পরিবেশে রয়েছে রাত-দিন ফারাক। আর তাই ক্রিকেটাররা সেখানে কতটুকু মানিয়ে নিতে পারবেন কিংবা কত দ্রুত, সেই প্রশ্ন থাকছেই। তবে নান্নুর বিশ্বাস, একটু আগেভাগে সফরে পাড়ি জমানোয় মানিয়ে নেওয়ার সুযোগ পাওয়া যাবে ভালোই।

তিনি বলেন, ‘আমাদের দল উইন্ডিজ গিয়েছে দশদিন আগে। আমি বলবো এখানে প্রথম চ্যালেঞ্জ হচ্ছে কন্ডিশনের সঙ্গে নিজেদের মানিয়ে নেয়া। যত দ্রুত এটি করতে পারবে ততোই আমাদের জন্য মঙ্গল। বোলার, ব্যাটসম্যান সবাইকে বড় চ্যালেঞ্জই নিতে হবে এ সফরে। নিজেদের সেরাটা দিয়ে খেলবে সেটাই আশা করি।’

 


ঢাকা, ২৮ জুন (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ