Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শনিবার, ৪ঠা মে ২০২৪, ২১শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ফিফা’র বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ সার্বিয়ার

প্রকাশিত: ২৬ জুন ২০১৮, ০০:২৫

স্পোর্টস লাইভ: বিশ্বকাপ ফিফার বিরুদ্ধে অভিযোগ এনেছেন সার্বিয়ান ফুটবল এসোসিয়েশ। বিশ্বকাপ ফুটবল আয়োজনকারী সংস্থা ফিফার বিরুদ্ধে পক্ষপাতিত্বের কড়া অভিযোগ তুলেছেন সার্বিয়ান ফুটবল এসোসিয়েশনের প্রধান ক্লাভিসা কোকেজা। ফিফার বিরুদ্ধে এবার সরাসরি আঙ্গুল তুলেছেন কোকেজা।

গত শুক্রবার সুইজারল্যান্ডের কাছে ২-১ গোলে হেরে যায় তার দল। এ জন্য ফিফা’র পরিচালনা পরিষদকে দায়ী করেছেন কোকেজা। তিনি বলেছেন, তার দেশের বিরুদ্ধে পক্ষপাতিত্ব দেখিয়েছে ফিফা। সার্বিয়ার বিরুদ্ধে কাজ করতে কর্মকর্তাদের সরাসরি নির্দেশনা দিয়েছে ফিফা। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

উল্লেখ্য, সার্বিয়া ও সুইজারল্যান্ডের মধ্যে অনুষ্ঠিত খেলায় রেফারি ছিলেন জার্মানির। তার ওপর অসন্তুষ্টি প্রকাশ করেছেন কোকেজা। কোকেজা বলেছেন, সুইজারল্যান্ডের বিরুদ্ধে জার্মানির ওই রেফারিকে নিয়োগ দেয়া হয়েছে।

এতে কিছু সিদ্ধান্তকে প্রভাবিত করা হয়েছে। বিশেষ করে ম্যাচ কর্মকর্তারা ও ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) ব্যর্থতার পরিচয় দিয়েছে। তারা পক্ষপাতী হয়ে আলেকজান্দার মোট্রিভিচের বিরুদ্ধে পেনাল্টি দিয়েছে। অথচ তাকে সুইজারল্যান্ডের দু’জন খেলোয়াড় মাটিতে ফেলে দেন।

কোকেজা অভিযোগ করে আরো বলেন, আমি মনে করি না, এটা শুধু ভিএআরের বিষয়। সবকিছুর পেছনে ছিলেন সেইসব লোক যারা ওই রেফারিকে নির্দেশনা দিয়েছিলেন। আমরা খুব ভালো করেই জানি সুইজারল্যান্ডের অর্ধেকের বেশি মানুষ হলেন জার্মান। তাই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এ জন্য সার্বিয়ার টেকনিক্যাল স্টাফ, খেলোয়াড় ও জনগণ সবাই হতাশ, বিধ্বস্ত। কারণ, ফিফা’র কিছু মানুষ অবিচার করেছে। এর জবাব তিনি কীভাবে দেবেন? এমন প্রশ্ন করা হলে কোকেজা বলেন, ইউরোপ এবং বিশ্বের কাছে এটা পরিষ্কার যে, সার্বিয়ার সঙ্গে ভয়াবহ ডাকাতি করা হয়েছে।

তিনি দাবি জানান , এভাবে যদি কোনো খেলোয়াড় ফিফা’র আইন ভঙ্গ করে তাহলে তার বিরুদ্ধে ফিফা অবরোধ বা নিষেধাজ্ঞা দেবে বলে আমরা আশা করি। ওদিকে শনিবারই ফিফা নিশ্চিত করেছে যে, তারা সাকা ও শাকিরির বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আমলে নিয়েছে।

যেহেতু এর নির্দেশনা দেয়া ছিল ফিফা থেকে সে জন্য এই ডাকাতিতে ফিফা কোনো অ্যাকশন নেবে বা এমনটা আর ঘটবে না, তা প্রত্যাশাও করতে পারি না। সুইজারল্যান্ড দুটি গোল দেয়ার পর তারা যে ‘ডাবল ঈগল’ সেলিব্রেশন করেছে তা নিয়েও সমালোচনা করেছেন কোকেজা।

তিনি বলেছেন, এটা স্ক্যান্ডালস ও লজ্জাজনক। সাকা ও সেরদান শাকিরি শুক্রবার ম্যাচে গোল হওয়ার পর ওই অঙ্গভঙ্গি করেন। তারা দু’জনেই কসোভোর। এদিন ম্যাচ খেলার সময় শাকিরির বুটের একটির হিলে ছিল সুইজারল্যান্ডের পতাকা।

অন্যটিতে ছিল কসোভোর পতাকা। এ নিয়েও আপত্তি তুলেছেন কোকেজা। তিনি বলেছেন, এ ঘটনায় সারা ফুটবল দুনিয়ার নিন্দা জানানো উচিত। কারণ, একজন খেলোয়াড় দুটি দেশের পতাকা ব্যবহার করতে পারেন না। কারণ, তিনি খেলছেন একটি দেশের হয়ে।

ঢাকা, ২৫ জুন (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ