Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বৃহঃস্পতিবার, ১৬ই মে ২০২৪, ২রা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ক্ষমা চাইলেন ম্যারাডোনা

প্রকাশিত: ১৯ জুন ২০১৮, ২১:১১

স্পোর্টস লাইভ: বিশ্বকাপে প্রথম ম্যাচ শেষ হওয়ার পর কাঠগড়ায় আর্জেন্টিনার দুই কিংবদন্তি। একজন লিওনেল মেসি। পেনাল্টি হাত ছাড়া করার কারনে। অন্যজন দিয়েগো ম্যারাডোনা। ভিআইপি বক্সে বসে নিজের আচরণের জন্য।

কী করেছেন ম্যারাডোনা? এমন প্রশ্ন আসতেই পারে। ম্যারাডোনার বিরুদ্ধে প্রথম অভিযোগ বর্ণবিদ্বেষী আচরণের। দ্বিতীয়টি নিয়ম ভাঙার। জানা গেছে, মাঠে উপস্থিত দক্ষিণ কোরিয়ার এক সমর্থকের উদ্দেশে নাকি বর্ণবিদ্বেষমূলক অঙ্গভঙ্গি করেন আর্জেন্টিনার কিংবদন্তি।

রোববার সকালে নিজের ফেসবুক পেজে অভিযোগের জবাব দেন ম্যারাডোনা। লিখেছেন, ‘দেখলাম একজনকে ঘিরে জটলা। ছবি তোলা হচ্ছিল। আমি ওদের সবাইকে বলি, দেখ এশিয়ার মানুষও আমাদের সমর্থন করছে। এটা দারুণ ব্যাপার।’

দ্বিতীয় ঘটনা ম্যারাডোনার চুরুট খাওয়া নিয়ে। স্টেডিয়ামে ফিফার বিশাল হোর্ডিং টাঙানো। লেখা ছিল, ‘তামাকমুক্ত ফিফা বিশ্বকাপে আপনাকে স্বাগত।’ তার কাছাকাছি বসেই ম্যারাডোনাকে চুরুট খেতে দেখা যায়।

এ নিয়ে বিতর্ক হয়, যা থামাতে ফেসবুকে তিনি লেখেন, ‘সত্যি বলছি, আমি জানতামই না স্টেডিয়ামে কেউ ধূমপান করতে পারবে না। ক্ষমা চাই।’ সবাইকে আর্জেন্টিনা দলের পাশে দাঁড়ানোর আবেদন করেন তিনি।

 

ঢাকা, ১৯ জুন (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ