Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ৩রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

তামিম-ময় চিটাগাং ভাইকিংস

প্রকাশিত: ৩০ নভেম্বার ২০১৬, ০৪:১৭

 



স্পোর্টস লাইভ: চিটাগাং ভাইকিংস। বিপিএল চতুর্থ আসরে তারকাময় এই দলের শুরুটা ভালো ছিল না। ঢাকা পর্বে পয়েন্ট টেবিলে তলানিতে থাকলেও, ঘুরে দাঁড়ায় নিজের বাড়ি চট্টগ্রামে গিয়ে।

দলপতি তামিম ইকবালের অসাধারণ নেতৃত্বে মঙ্গলবার খুলনা টাইটান্সকে হারিয়ে টানা চতুর্থ জয় তুলে নিল চট্টগ্রাম।

গত তিন ম্যাচে তামিমের ঝড় দেখেছে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলতে আসা দর্শকরা। গত দুই ম্যাচেতো তিনি অপারাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েছেন।

মঙ্গলবার দিনের দ্বিতীয় ম্যাচে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংর সিদ্ধান্ত নেয় খুলনা টাইটান্সের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।

কিন্তু, তার এই সিদ্ধান্তের মর্যাদা রাখতে পারেনি দলের ব্যাটসম্যানরা। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট খুয়ে মাত্র ১৩১ রান করে মাহমুদুল্লার দল।

অপরদিকে, খুলনার দেওয়া ১৩২ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে হারিয়ে জয়েরর বন্দরে পৌছে তামিম বাহিনী। যেখানে তামিম ইকবার ৫৯ বল খেলে ৬৬ রান করে অপরাজিত থাকেন।

এ জয়ে ১০ ম্যাচ খেলে ১২ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠলো চিটাগাং ভাইকিংস। আর দ্বিতীয় স্থান থেকে নেমে তৃতীয় স্থানে গেল খুলনা টাইটান্স।


ঢাকা, ২৯ নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)// এআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ