Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ৩রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

মাশরাফিকে শুভেচ্ছা দূত হিসেবে চায় কারিগরি শিক্ষা বোর্ড

প্রকাশিত: ৯ মে ২০১৮, ২০:৫৮

লাইভ প্রতিবেদক: কারিগরি শিক্ষাকে জনপ্রিয় ও আকর্ষণীয় করতে জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি-বিন-মর্তুজাকে কাজে লাগাতে চায় কারিগরি শিক্ষাবোর্ড। ক্রিকেটের এই লিজেন্ডকে শুভেচ্ছা দূত হিসেবে পেতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে অনুরোধ করেছেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান।

গত ২৪ এপ্রিল বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) কাছে অনুরোধ জানিয়ে এ চিঠি লিখেছেন তিনি। যার অনুলিপি শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিবের কাছেও পাঠানো হয়েছে। উভয় চিঠি গত সোমবার সংশ্লিষ্ট দপ্তরে পৌঁছেছে। মাশরাফিকে শুভেচ্ছা দূত হিসেবে পাওয়ার বিষয়টি বিসিবির বোর্ড সভায় অনুমোদনের অপেক্ষায় আছে বলে সূত্র জানিয়েছে।

চিঠির বিষয় জানতে চাইলে বিসিবির সিইও নিজাম উদ্দীন চৌধুরী সুজন বলেন, গত সোমবার চিঠি পেয়েছি। বিষয়টি নিয়ে বোর্ডের নির্বাহী কমিটির সভায় আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। কারিগরি বোর্ডের চেয়ারম্যানের চিঠিতে বলা হয়েছে, বর্তমান সরকারের ভিশন-২০২১ বাস্তবায়ন এবং ২০২১ সালের মধ্যে দেশকে মধ্যম আয়ের দেশ ও ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গঠনে কারিগরি শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে।

ডিজিটাল বাংলাদেশ নির্মান, টেকসই উন্নয়ন, উৎপাদনশীলতা বৃদ্ধি ও অর্থনৈতিক উন্নয়নে কারিগরি শিক্ষার গুরুত্ব অপরিসীম। ২০২০ সালের মধ্যে ২০ শতাংশ ও পরবর্তিতে পর্যায়ক্রমে ৫০ শতাংশ শিক্ষার্থী কারিগরি শিক্ষায় ভর্তির লক্ষ্য মাত্রা নির্ধারণ করেছে সরকার। কিন্তু সাধারণ শিক্ষার তুলনায় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার হার বৃদ্ধি, কারিগরি শিক্ষাকে জনপ্রিয় ও কারিগরি শিক্ষার সঙ্গে জড়িত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের সামাজিক মর্যাদা বাড়ানোসহ অনেক চ্যালেঞ্জ রয়েছে। চ্যালেঞ্জ মোকাবিলায় জনসচেতনা সৃষ্টিতে শুভেচ্ছা দূত হিসেবে পেতে চায় কারিগরি বোর্ড।

মাশরাফিকে একজন অনন্য দেশপ্রেমিক উল্লেখ করে চিঠিতে আরও বলা হয়েছে, জাতীয় ক্রিকেট দলের দলনেতা তরুণ সমাজের নিকট অনুসরণীয় ব্যক্তিত্ব। কারিগরি শিক্ষার এনরোলমেন্ট বৃদ্ধিসহ কারিগরি শিক্ষাকে জনগণের কাছে জনপ্রিয় ও আকর্ষণীয় করার লক্ষ্যে কারিগরি শিক্ষাবোর্ড মাশরফিকে শুভেচ্ছা দূত পেতে ইচ্ছুক। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিসিবির কাছে অনুরোধ জানিয়েছেন বোর্ডের চেয়ারম্যান।

 

ঢাকা, ৯ মে (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ