Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ৫ই মে ২০২৪, ২১শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

রাজশাহী কিংসের দুর্দান্ত জয়

প্রকাশিত: ২৬ নভেম্বার ২০১৬, ০৩:৩৫

স্পোর্টস লাইভ: টি-২০ ক্রিকেটে ১৬৩ রানের লক্ষ্য তেমন বড় নয়। ১৬০ বা ১৭০ রান তাড়া করে জয়ের ঘটনা তো অহরহ। রংপুর রাইডার্সের দূর্ভাগ্যই বলা যায়। মোহাম্মদ মিঠুনের ৩৬ বলে ৬২ রানের এক ঝড়ো ইনিংসের পরেও লক্ষ্যে পৌছাতে পারেনি তারা। ১৫০ রানেই থেমে যায়।

মিরপুরে স্যামির রাজশাহীর শুরটা মোটেও ভাল হয়নি । প্রথম ওভারেই সোহাগ গাজী ফেরান মমিনুল হককে (৪)। প্রাথমিক বিপর্যয় সামাল দেন জুনায়েদ সিদ্দিকী ও সাব্বির রহমান। ৪৭ রানের জুটি গড়ে তুলেন দুজন। বড় ইনিংসের ইঙ্গিত দিলেও ৩১ রান করে বিদায় নেন সাব্বির। সাব্বিরের বিদায়ের পর রানের গতিটাও কিছুটা কমে আসে। রাজশাহী কিংসের বোলাররা চেপে ধরতে থাকে রংপুর রাইডার্সের ব্যাটসম্যানদের।

অলরাউন্ডার লিয়াম ডসন দলীয় ৭৫ রানের মাথায় ফেরান ওপেনার জুনায়েদ সিদ্দিকীকে। ২১ বলে ২৩ রান করেন জুনায়েদ। সামিত প্যাটেল থিতু হলেও ভয়ঙ্কর হয়ে উঠার আগেই ফিরে যান। ১৮ বলে ১৭ রান করে লিয়াম ডসনের বলে এলবিডব্লিউ হন প্যাটেল। একই ওভারে জুনায়েদ ও প্যাটেলকে হারিয়ে বিপদে পড়ে রাজশাহী কিংস। মেহেদি হাসান মিরাজ বিদায় নেন থিতু হওয়ার আগেই। তার মিডল স্টাম্প উপড়ে ফেলেন মুক্তার আলি। শেষদিকে হাল ধরেন উমর আকমল ও ড্যারেন স্যামি।

এক প্রান্ত আগলে রেখে খেলতে থাকেন উমর আকমল। আর ড্যারেন স্যামি শুরু করেন তাণ্ডব। তার খুনে মেজাজের ব্যাটিংয়ে শক্তিশালী পুঁজি পায় রাজশাহী কিংস। ৩ চার ও ৪ ছক্কায় ১৮ বলে ৪৪ রান করে অপরাজিত থাকেন স্যামি। ৩০ বলে ৩৩ রান করে অপরাজিত থাকেন উমর আকমল।

ওপেনিং জুটিতে বদল আনে রংপুর রাইডার্স। নিয়মিত ওপেনার সৌম্য সরকারকে নিয়ে যায় চারে। শাহজাদে সাথে ইনিংস সূচনা করেন পাকিস্তানের নাসির জামশেদ। শুরটা বেশ মন্থর ছিল রংপুরের।

সপ্তম ওভারে নাজমুল ইসলামের বলে বোল্ড হন শাহজাদ। ২৮ রানে প্রথম উইকেট হারায় রংপুর। এরপর ঝড় তুলেন মিঠুন। আরেক ওপেনার জামশেদ ২৭ রান করে রান আউটের শিকার হন। চারে নেমে সৌম্য সরকার ছিলেন নিষ্প্রভ। মাত্র চার রান করে নাজমুলের বলে বোল্ড হন। মিঠুন একাই রান করে গেলেন। সঙ্গ পেলেন কারো কাছ থেকে। আনোয়ার আলি ৫ আর ডসন আউট হলেন ১০ রান করে। অধিনায়ক নাঈমের ব্যাট থেকে আসলো ১৪ রান। সর্বসাকুল্যে রংপুর করলো ১৫০। ৩৬ বলে ৬৪ রান করে অপরাজিত থাকেন মিঠুন।

সংক্ষিপ্ত স্কোরঃ রাজশাহী কিংস ১৬২/৫, ২০ ওভার
স্যামি ৪৪, উমর ৩৩, সাব্বির ৩১
ডসন ১৫/২,সামি ২৬/১

রংপুর রাইডার্সঃ ১৫০/৫, ২০ ওভার
মিঠুন ৬৪*, জামশেদ ২৭, শাহজাদ ১৮
নাজমুল ১৯/২, স্যামি ২৬/১

ম্যান অব দ্যা ম্যাচঃ ড্যারন স্যামি

ঢাকা, ২৫, নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)// আইএইচ

 


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ