Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ৫ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

সেকেন্ড টেন্ডুলকারকে নিয়ে মিডিয়া তোলপাড় (ভিডিও)

প্রকাশিত: ২৫ নভেম্বার ২০১৬, ০১:৩৫

 



স্পোর্টস লাইভ: বয়স তার মাত্র ৫ বছর। প্রতিপক্ষ বোলারদের শাসন করছে সে। এটা কোন গাল-গল্প নয়, সত্যি ঘটনা। একটি অনুর্ধ্ব ১৪ টি-টোয়েন্টি টুর্নামেন্টের একটি ম্যাচে রুদ্র প্রতাপ (০৫) তার ব্যাটিংয়ে প্রতাপ দেখিয়েছে। ক্রিকেট বিশ্লেষক কার বলছে তার সঙ্গে অনেকটােই ভারতের টেন্ডুলকারের অভিষেক ম্যাচের সঙ্গে তুলনা করা যায়। কেউ কেউ বা আবার পরবর্তী টেন্ডুলকার মনেকরছে রুদ্রকে।

সেই বিস্ময় বালকটি হলো দিল্লির অনূর্ধ্ব ১৪ দলে জায়গা করে নেওয়া মাত্র পাঁচ বছরের শিশু রুদ্র প্রতাপ। সেদিন অসমান্য ব্যটিং দেখে মুগ্ধ গোটা স্টেডিয়াম। শুধু স্টেডিয়ামের দর্শক বলা ভুল হবে, আম্পায়ার, কমেন্টেটরাও উত্সুক চোখে তাকিয়েছিলেন ওই খুদের দিকে। এমনকী বিপক্ষ দলের ক্রিকেটারাও মাঝে মধ্যে হাত মিলিয়ে গিয়েছেন।

দুই বছরে পুরনো ভিডিওটি বুধবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে ওঠে। বয়সে ছোট বলেই যে সবার মন কেড়েছে তা নয়। রুদ্র প্রতাপের অসমান্য স্টাইলে মজেছে সবাই। উল্টো করে টুপি এবং তার উপর হেলমেট পড়ে ক’জন ক্রিকেটারকে দেখা গিয়েছে বোলারদের শাসন করতে! স্টাইলে বিরাট কোহালি কিংবা ধোনিকে হার মানায় সে। কেউ আবার এখনই তাঁর মধ্যে সচিনের ছায়া খুঁজতে শুরু করেছেন।

ইনিংসের শেষ দিকে ব্যাট করতে নামে রুদ্র। অভিজ্ঞ ক্রিকেটারের মতো শরীরি ভাষা দেখা যায় তার। সাবলীল ভঙ্গিমায় ফ্লিক, স্টেট ড্রাইভ কখনও বা স্কোয়ার কাট মেরে স্পিনার বা পেসারদের সামলাচ্ছে সে।

 

ভিডিও:



ঢাকা, ২৪ নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)// এআই

 

 

 


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ