Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৫ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

নারী ফুটবল দল যাচ্ছে হংকং

প্রকাশিত: ২৪ মার্চ ২০১৮, ০৩:০৬

স্পোর্টস লাইভ: যে কিশোরীরা দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জন করেছিল, তাদের নিয়েই হংকংগামী দল তৈরি করেছেন নারী ফুটবল দলের কোচ গোলাম রব্বানী ছোটন। আগামী ২৮ মার্চ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল দল যাচ্ছে হংকং জকি বালিকা আন্তর্জাতিক আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে।

এটাই হবে নতুন বছরে নারী ফুটবলে বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নেয়া। যেখানে বাংলাদেশ ও স্বাগতিক হংকং ছাড়া অন্য দুই দেশ হচ্ছে ইরান ও মালয়েশিয়া। প্রথমে টুর্নামেন্টে ছিল চাইনিজ তাইপে। দেশটি নাম প্রত্যাহার করায় নতুন করে অন্তর্ভূক্ত হয়েছে মালয়েশিয়া।


চারটি দল হওয়ায় টুর্নামেন্ট হবে রাউন্ড রবিন লিগ ভিত্তিতে। একে অন্যের বিরুদ্ধে খেলার পর পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা দলটি হবে চ্যাম্পিয়ন। বাংলাদেশের প্রথম ম্যাচ ৩০ মার্চ মালয়েশিয়ার বিরুদ্ধে। ৩১ মার্চ ইরানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ এবং হংকংয়ের বিরুদ্ধে শেষ ম্যাচ ১ এপ্রিল।

ডিসেম্বরে সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপে যে ২৩ ফুটবলার ছিলেন দলে, তাদের মধ্যে থেকেই ২০ জন নিয়ে হংকং যাচ্ছেন কোচ গোলাম রব্বানী ছোটন। সাফের ৩ গোলরক্ষকের মধ্যে বাদ পড়েছেন সাগরিকা। বয়সের কারণে দলে নেই মারজিয়া। অসুস্থতার কারণে বাদ পড়েছেন পারভীন সুলতানা।

হংকংগামী দলে থাকছেন ২ গোলরক্ষক মাহমুদা আক্তার ও রুপনা চাকমা। রক্ষণভাগে আঁখি খাতুন, নিলুফা ইয়াসমিন নিলা, অনাই মগিনি, নাজমা, দিপা খাতুন, রুমি আক্তার ও রুনা আক্তার। মধ্যমাঠে আছেন মারিয়া মান্দা, মনিকা চাকমা, লাবনি আক্তার, তহুরা খাতুন, মনি আক্তার, শামসুন্নাহার ও সোহাগি কিসকু। দলের চার ফরোয়ার্ড হচ্ছেন-ঋতুপর্ণা চাকমা, সাজেদা খাতুন, অনুচিং মগিনি ও শামসুন্নাহার।

 

ঢাকা, ২৩ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ