Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শনিবার, ৪ঠা মে ২০২৪, ২১শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

সাবিনা ও কৃষ্ণা খেলতে যাচ্ছে ভারতে

প্রকাশিত: ৮ ফেব্রুয়ারী ২০১৮, ০২:০০

স্পোর্টস লাইভ: বাংলাদেশের জনপ্রিয় নারী ফুটবলার সাবিনা খাতুন। জাতীয় দলের এ স্ট্রাইকার দেশে এবং বিদেশে আলো ছড়িয়েছেন। প্রথম নারী ফুটবলার হিসেবে সাতক্ষীরার এ কন্যা খেলেছেন দেশে ও বিদেশে। দুই দুইবার মালদ্বীপে খেলে কাঁপিয়েছেন প্রতিপক্ষের জাল। গোল করেছেন মুড়িমুড়কির মতো।

সেই গোলকন্যা সাবিনাকে নিচ্ছে ভারতের ক্লাব সেথু এএফসি। তার সঙ্গী হচ্ছেন জাতীয় দলের আরেক ফরোয়ার্ড কৃষ্ণা রানী সরকার। মার্চের ৩য় সপ্তাহে শুরু হতে যাওয়া ইন্ডিয়ান উইমেন্স লিগে খেলবেন জাতীয় ও অনূর্ধ্ব-১৬ দলের দুই অধিনায়ক।

সেথু এএফসি তামিলনাড়ুর ক্লাব। প্রথমবারের মতো ক্লাবটি খেলছে জাতীয় পর্যায়ে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের স্ট্র্যাটেজিক অ্যান্ড টেকনিক্যাল ডাইরেক্টর পল স্মলিও সাবিনা ও কৃষ্ণার ভারতের লিগে খেলার বিষয়টি নিশ্চিত করেন। বাংলাদেশের নারী ফুটবল যে এগিয়ে যাচ্ছে এটা তারই প্রমাণ’-বলছিলেন পল স্মলি।

সাবিনা ও কৃষ্ণার এ সুযোগ আসায় বাংলাদেশের আরো কয়েকজন ভারতের এ লিগে খেলার আগ্রহ প্রকাশ করেছেন। পল স্মলি জানিয়েছেন, ‘সানজিদা, আঁখি খাতুন, নারগিস আক্তার, শামসুন নাহার, মনিকা চাকমারা চাইছে ভারতের এ লিগে খেলতে। তবে এখনো কোনো ক্লাব অন্য কাউকে নিয়ে আগ্রহ দেখায়নি।

ফুটবসালে ৬ ম্যাচে ৫ হ্যাটট্রিকসহ সাবিনা করেছিলেন ৩৭ গোল। টুর্নামেন্টসেরা হওয়ার পাশাপাশি ৬ ম্যাচের ৫টিতেই সেরা হয়েছিলেন। উইমেন্স চ্যাম্পিয়নশিপে ২২ গোল নিয়ে হয়েছিলেন দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা। ২৪ গোল নিয়ে শীর্ষে ছিলেন ভারতের বালা দেবি।

 


ঢাকা, ০৭ ফেব্রুয়ারি (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ