
এসইউবি লাইভ: সাদার্ন ইউনিভার্সিটি ব্যাডমিন্টন ফেস্টের চার ইভেন্ট’র খেলা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার এমএ আজিজ স্টেডিয়ামস্থ সিজেকেএস জিমনেশিয়ামে অনুষ্ঠিত বিভিন্ন ইভেন্টে চার প্রতিযোগী চ্যাম্পিয়ন হয়েছেন।
শিক্ষক ইভেন্টে পুরুষ এককে ব্যবসায় প্রশাসন বিভাগের রেজাউল করিম ও মহিলা এককে ইংরেজি বিভাগের তানজিলা ইলিয়াছ, এমএলএসএসে মো. জাহাঙ্গীর এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী নুসরাত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
আগামীকাল ছাত্রী ও কর্মকর্তা ইভেন্টে পুরুষ ও মহিলা এককে ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে। পাঁচ দিন ব্যাপী এ প্রতিযোগিতায় আটটি ইভেন্টে দুই শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করছে।
ঢাকা, ৩০ জানুয়ারি (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই
আপনার মূল্যবান মতামত দিন: