Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ৩রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

কুমিল্লার দেওয়া ১৫৩ রানের লক্ষে লড়ছে রাজশাহী

প্রকাশিত: ২০ নভেম্বার ২০১৬, ০২:৫৯

 



 

স্পোর্টস লাইভ: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসরে টানা পাঁচ ম্যাচে হেরে যাওয়া কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রাজশাহী কিংসের অধিনায়ক ড্যারেন স্যামি।

শনিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচেটি শুরু হয় সন্ধায়। নিজেদের ষষ্ঠ ম্যাচে এসে জয়ে ফিরতে মরিয়া কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

এর আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৫২ রান করেছে কুমিল্লা। জয়ের জন্য রাজশাহী কিংসকে ১৫৩ রানের টার্গেট দিয়েছে মাশরাফি বিন মর্তুজার দল।  

বিপিএলের চতুর্থ আসরে দুর্ভাগ্যকে যেন সঙ্গী হিসেবে পেয়েছেন মাশরাফি। টসে হেরে ব্যাট করতে নেমে এবারও শুরুটা ভালো হয়নি কুমিল্লার। দলীয় ১২ রানের মাথায় সাজঘরে ফিরে যান খালিদ লতিফ (৬)। দ্বিতীয় উইকেটে ২৯ রানের জুটি গড়ে চ্যাম্পিয়নদের ধকল সামলাম নাজমুল হোসেন শান্ত ও আহমেদ শেহজাদ। এই জুটি ভাঙেন মেহেদী হাসান মিরাজ। দুর্দান্ত এক ডেলিভারিতে পাকিস্তানি ক্রিকেটার শেহজাদকে (১১) প্যাভিলিয়নের পথ দেখান তিনি।

ড্যারেন স্যামির শিকার হয়ে সাজ ঘরে ফিরতে হয় শান্তকে । বিদায়ের আগে ৪০ বলে চারটি চারে ৪১ রান করেন তিনি। আজ চার নম্বরে ব্যাট করতে নামেন ইমরুল কায়েস। ২৫ বলে পাঁচটি চারে ৩৪ রান করার পর রানআউটের কবলে পড়তে হয় বাংলাদেশ জাতীয় দলের এই তারকাকে। পাঁচে ব্যাট করতে নামা মাশরাফি খুব একটা সুবিধা করতে পারেননি। ১০ বলে একটি চারে ১০ রান করেন কুমিল্লার অধিনায়ক।

রাজশাহী এই আসরে এখন পর্যন্ত চার ম্যাচ খেলেছে। যেখানে তিন হারের বিপরীতে এক জয়ে সপ্তম অবস্তানে রয়েছে ড্যারেন স্যামির দলটি। রাজশাহীর পক্ষে সেরা বোলার ড্যারেন স্যামি। ৩৪ রান খরচায় ২ উইকেট নিয়েছেন তিনি। একটি করে উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ ও ফরহাদ রেজা।
    

ঢাকা, ১৯, নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)// এআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ