Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ৬ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

৫১ রানে ফিরলেন সাকিব

প্রকাশিত: ২৩ জানুয়ারী ২০১৮, ২০:২১

স্পোর্টস লাইভ: ত্রিদেশীয় সিরিজের তৃতীয় ম্যাচে হাফসেঞ্চুরি পূর্ণ করেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। জিম্বাবুয়ের বিপক্ষে ব্যক্তিগত ৫১ রানের মাথায় সিকান্দার রাজার বলে স্ট্যাম্পিংয়ের শিকার হন তিনি। তামিমের সঙ্গী হিসেবে তৃতীয় উইকেটে জুটি বেধেছেন মুশফিকুর রহিম। বাংলাদেশের সংগ্রহ দুই উইকেটে ১১৬ রান। হাফসেঞ্চুরি পূর্ণ করেছেন তামিম ইকবালও।

মঙ্গলবার সকালে জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরুর দিকেই এনামুল হক বিজয়ের উইকেট হারায়। রানের খাতা খুলতেই তৃতীয় ওভারে জার্ভিসের বলে এলবিডব্লুর ফাঁদে পড়েন তিনি।

সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ৮ উইকেটে হারিয়ে টুর্নামেন্টে শুভ সূচনা করেছিলো বাংলাদেশ। এরপর নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ১৬৩ রানের বড় ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে ফেলে মাশরাফির দল। ফিরতি পর্বে আজ নিজেদের প্রথম ও টুর্নামেন্টের তৃতীয় ম্যাচ খেলতে নামলো বাংলাদেশ।

আগের ২ খেলায় ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে টাইগাররা। অপরদিকে, ৩টি করে ম্যাচ খেলে সমান ৪ পয়েন্ট রয়েছে জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার। রান রেটে এগিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয়স্থানে জিম্বাবুয়ে।

 

ঢাকা, ২৩ জানুয়ারি (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ