Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ৩রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

শাবিতে বাস্কেটবলে আবারও চ্যাম্পিয়ন ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগ

প্রকাশিত: ১৭ নভেম্বার ২০১৬, ০৬:৫৬

শাবি লাইভ : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ বাস্কেটবল প্রতিযোগিতায় চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। টানা ২য় বারের মতো ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি (এফইটি) বিভাগ চ্যাম্পিয়ন হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের বাস্কেটবল গ্রাউন্ডে বুধবার অনুষ্ঠিত ফাইনাল খেলায় গণিত বিভাগকে ২৩-১৪ পয়েন্টের ব্যবধানে হারায় এফইটি বিভাগ। ফাইনাল খেলা শেষে উভয় দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন শাবি ভিসি প্রফেসর ড. আমিনুল হক ভূঁইয়া। এছাড়া আন্ত বিশ্ববিদ্যালয়ে চ্যাম্পিয়ান হওয়ায় বিশ্ববিদ্যালয় হ্যান্ডবল টিমের খেলোয়ারদেরকে কোট পড়িয়ে দেয়া হয়।

শারীরিক শিক্ষা দপ্তরের প্রধান চৌধুরী সউদ-বিন- আম্বিয়ার সভাপতিত্বে ও মোহাম্মাদ শাহিদুল ইসলামের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভিসি প্রফেসর ড. আমিনুল হক ভূইয়া।

ভিসি বলেন, বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের করে গড়ে তুলতে এবং সুস্থ ও সুন্দর জীবন গঠনে খেলাধূলার প্রয়োজনীয়তা অপরিসীম। বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় খেলাধূলা আয়োজনে উৎসাহী ভূমিকা পালন করে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নিদের্শনা পরিচালক প্রফেসর ড. রাশেদ তালুকদার, এফইটি বিভাগের প্রধান প্রফেসর ড. মো: মোজাম্মেল হক, প্রফেসর ড. ইফতেখার আহমেদ প্রমুখ।

 

বিজয়ী এফইটি টিমের ম্যানেজার ও বিভাগের এসিস্ট্যান্ট প্রফেসর আফজাল হোসাইন বলেন, টানা দুই বারের মতো চ্যাম্পিয়ন হতে পেরে আমরা খুবই গর্বিত, দলের সব খেলোয়াড়দের কঠোর পরিশ্রম ও বিভাগের সকল শিক্ষক ও শিক্ষার্থীদের অনুপ্রেরণায় আমরা চ্যাম্পিয়ন হতে পেরেছি।



শাবি//এনডি, ১৭ নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//জেএন


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ