Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০
teletalk.com.bd
thecitybank.com

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেরা দলে বাংলাদেশের স্বর্ণা

প্রকাশিত: ৩১ জানুয়ারী ২০২৩, ০৮:২৮

ক্রিকেটার স্বর্ণা আক্তার

স্পোর্টস লাইভ: দক্ষিণ আফ্রিকার মাটিতে রবিবার শেষ হয়েছে অনুর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ। প্রথমবারের মতো আয়োজিত টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ভারত। একদিন পর আজ সোমবার আইসিসি টুর্নামেন্টটির সেরা দল ঘোষণা করেছে।

বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ নারী দলের ক্রিকেটার স্বর্ণা আক্তার বিশ্বকাপের সেরা সেই দলে জায়গা পেয়েছেন। চ্যাম্পিয়ন ভারত ও রানার আপ ইংল্যান্ডের দল থেকে সমান তিন জন করে ক্রিকেটার জায়গা পেয়েছেন। সেমিফাইনালে খেলা অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের পাশাপাশি সুপার সিক্সে খেলা বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলংকা থেকে জায়গা করে নিয়েছেন একজন করে ক্রিকেটার। তালিকায় দ্বাদশ খেলোয়াড় হিসেবে পাকিস্তানের একজন রয়েছেন।

সদ্য শেষ হওয়া আসরে বাংলাদেশ গ্রুপ পর্বে অপরাজিত থেকে সুপার সিক্সে গিয়েছিল। টুর্নামেন্টে ৫ ম্যাচ খেলে আইসিসির দলে জায়গা পাওয়া স্বর্ণা করেছেন ১৫৩ রান, ১৫৭.৭২ স্ট্রাইক রেটে।

অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে আইসিসির সেরা দল: শ্বেতা সেহরাওয়াত (ভারত), গ্রেস স্ক্রিভেন্স (অধিনায়ক) (ইংল্যান্ড), শেফালি বর্মা (ভারত), জর্জিয়া প্লিমার (নিউজিল্যান্ড), দেউমি ভিহাঙ্গা (শ্রীলঙ্কা), স্বর্ণা আক্তার (বাংলাদেশ), কারাবো মেসো (উইকেটকিপার) (দক্ষিণ আফ্রিকা), পর্শভি চোপড়া (ভারত), হান্না বেকার (ইংল্যান্ড), এলি অ্যান্ডারসন (ইংল্যান্ড), মেগি ক্লার্ক (অস্ট্রেলিয়া), আনোশা নাসির (পাকিস্তান) (দ্বাদশ খেলোয়াড়)।

ঢাকা, ৩০ জানুয়ারি (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ