
স্পোর্টস ডেস্ক: কাতার বিশ্বকাপের আগেই এক সাক্ষাৎকারে লিওনেল মেসি জানিয়ে দিয়েছিলেন, এটাই তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। এই কথার মাধ্যমে মরুর বুকে বিশ্বকাপের পরপরই ফুটবল জীবনের ইতি টানার ধোঁয়াশা তৈরি করে দিয়েছিলেন আর্জেন্টাইন খুদে জাদুকর মেসি।
এদিকে এক সাক্ষাৎকারে মেসি বলেছেন, আমার ফুটবলজীবনের বৃত্ত সম্পন্ন হতে চলেছে, যা আমি স্বপ্নে দেখতাম— জাতীয় দলের হয়ে তা সব কিছু অর্জন করেছি। অনবদ্যভাবে আমার ফুটবলজীবন শেষ হতে চলেছে।
তিনি আরও বলেছেন, যখন শুরু করেছিলাম, কখনো কল্পনাও করিনি আমার জীবনে এ রকম কিছু ঘটতে চলেছে। আমার কোনো অভিযোগ নেই। এর চেয়ে বেশি কিছু আমি চাইতেও পারি না। ২০২১ সালে আমরা কোপা আমেরিকা জিতেছিলাম। তার পরে বিশ্বকাপ। আমার আর কিছু বাকি নেই পাওয়ার।
কাতার বিশ্বকাপ শুরু হওয়ার অনেক আগেই মেসি ইঙ্গিত দিয়েছিলেন শেষবারের মতো বিশ্বকাপে খেলার। কিন্তু ৩৬ বছর পরে আর্জেন্টিনাকে বিশ্বসেরা করার পর তার গলায় শোনা গিয়েছিল ভিন্ন সুর। তবে স্পষ্ট জানিয়েছিলেন, ২০২৬ সালের বিশ্বকাপে তার খেলার কোনো সম্ভাবনা নেই।
ঢাকা, ০২ ফেব্রুয়ারি (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড
আপনার মূল্যবান মতামত দিন: