Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১২ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেন মুরালি বিজয়

প্রকাশিত: ৩১ জানুয়ারী ২০২৩, ০৫:৪২

ক্রিকেটার মুরালি বিজয়

স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ভারতের অভিজ্ঞ ক্রিকেটার মুরালি বিজয়। ‘বিশ্ব ক্রিকেটে নতুন সুযোগ ও এর ব্যবসায়িক দিকের’ খোঁজে এই সিদ্ধান্ত নিলেন তিনি।

এক বিবৃতি দিয়ে মুরালি বিজয় বলেছেন, ‘আজ (সোমবার) কৃতজ্ঞতা ও নম্রতার সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলছি। ক্রিকেটে ২০০২-২০১৮ পর্যন্ত সময় আমার জীবনের সেরা সময়। শীর্ষ পর্যায়ে ভারতের হয়ে খেলা আমার জন্য সম্মানের। আমাকে সুযোগ দেওয়ায় বিসিসিআই, তামিল নাডু ও চেন্নাই সুপার কিংসকে ধন্যবাদ।’

জাতীয় দলকে বিদায় বলা ক্রিকেট ক্যারিয়ারের নতুন অধ্যায়ের শুরু বলেও মন্তব্য করেছেন তিনি, ‘আমি উচ্ছ্বাসের সঙ্গে জানাচ্ছি যে, বিশ্ব ক্রিকেটে খেলার নতুন সুযোগ খুঁজতে ও নতুন ক্রিকেট বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ত হতে চাই। নতুন এবং ভিন্ন পরিবেশে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ নিতে পছন্দ করবো।’

মুরালি বিজয় তার অভিষেক টেস্টে ৮৭ রানের ইনিংস খেলেছিলেন। জাতীয় দলের হয়ে ৬১ টেস্টে ১২ সেঞ্চুরি ও ১৫ ফিফটি পেয়েছেন তিনি। দেশের বাইরে নিয়মিত ভালো খেলতে থাকায় তার টেস্ট ক্যারিয়ার দীর্ঘ হয়েছে। প্রায় চার হাজার টেস্ট রান করেছেন তিন। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সুবিধা করতে না পারলেও ১০২ আইপিএল ম্যাচ খেলেছেন তিনি। সেঞ্চুরি আছে দুটি। চেন্নাই-এর হয়ে শিরোপাও জিতেছেন।

ঢাকা, ৩০ জানুয়ারি (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ