Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ১৯শে মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

২১টি মাদরাসায় অনার্স পাঠদানের অনুমতি প্রদান

প্রকাশিত: ১০ নভেম্বার ২০১৬, ০২:৩২

লাইভ প্র্রতিবেদক: ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে নতুন ২১টি মাদরাসায় ফাজিল অনার্স পাঠদানের অনুমতি প্রদানের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা করেন শিক্ষা সচিব জনাব মো. সোহরাব হোসাইন।

এ সময় তিনি বলেন শুধু অনার্স কোর্স চালু করে থেমে থাকলে হবেনা, মাদরাসা শিক্ষা ব্যবস্থাকে এমন ভাবে প্রস্তুত করতে হবে যাতে শিক্ষার্থীরা এ শিক্ষাকে তাদের আখেরাতে ও ভবিষ্যৎ কর্মক্ষেত্রে কাজে লাগাতে পারে। মাদরাসা শিক্ষার উন্নয়নে প্রধানমন্ত্রীর আন্তরিকতার কথা উল্লেখ করে তিনি বলেন, মাদরাসা শিক্ষার যে সম্প্রসারণ ও অগ্রযাত্রা শুরু হয়েছে তাকে আরো ত্বরান্নিত করার জোর প্রয়াস অব্যাহত থাকবে।

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় দেশের ৩৭ তম পাবলিক বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের মাদরাসা শিক্ষা ধারার ফাজিল স্নাতক (পাস ও সম্মান) ও কামিল স্নাতকোত্তর পর্যায়ের পাঠ্যক্রম ও পাঠ্যসূচির আধুনিকীকরণ ও উন্নতিসাধন, শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং শিক্ষকদের প্রশিক্ষণ ও যোগ্যতা বৃদ্ধিসহ মাদরাসার যাবতীয় বিষয় ও ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়।

বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে ২০১৩ সালে মহান জাতীয় সংসদে ৩৭নং আইন পাশের মাধ্যমে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।

২০১৫-২০১৬ শিক্ষাবর্ষ থেকে ফাযিল স্নাতক (পাস ও সম্মান) এবং কামিল স্নাতকোত্তর মাদরাসা সমূহের কার্যক্রম ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপর ন্যস্ত হওয়ার পর অত্র শিক্ষাবর্ষে দেশের ১০৫৫টি ফাযিল ও ২১৭টি কামিলসহ মোট ১২৭২টি মাদরাসায় ফাযিল (পাস ও সম্মান ) শ্রেণীতে ৫৩২০০ জন এবং কামিল স্নাতকোত্তর শ্রেণীতে প্রায় ২৫০০০ শিক্ষার্থী ভর্তি হয়েছে।

বর্তমানে অত্র বিশ্ববিদ্যালয়ের অধীনে ৩১টি মাদরাসায় মোট ৫টি বিষয়ে অনার্স পাঠদান অব্যাহত আছে। সম্প্রতি নতুন ভাবে আরও ২১টি মাদরাসায় অনার্স পাঠদানের অনুমতি প্রদান করা হয়েছে যা আনুষ্ঠানিক ভাবে শিক্ষা সচিব ঘোষণ করেন। এ নিয়ে মোট ৫২ টি মাদরাসায় অনার্স চালু হল।

মঙ্গলবার সন্ধ্যা ৬ টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ এর সভাপতিত্বে ফাজিল (অনার্স) পাঠদানের অনুমতি প্রাপ্ত ৫২টি মাদরাসার প্রিন্সপালদেরসহ শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়) জনাব মো. হেলাল উদ্দিন, মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক জনাব বিল্লাল হোসেন, মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর এ. কে. এম. ছায়েফ উল্যা, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছিনের মহাসচিব মাওলানা শাব্বির আহমদ মোমতাজী, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), মাদরাসা পরিদর্শক (ভারপ্রাপ্ত) সহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে ভিসি প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ বলেন, মাদরাসা শিক্ষার উন্নয়ন ও আধুনিকতার যে লক্ষ্য নিয়ে সরকার ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় স্থাপন করেছেন সে লক্ষ্য বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকর্তা কর্মচারী বদ্ধপরিকর।

মাদরাসা পরিচালনার ক্ষেত্রে সরকার কর্তৃক সব ধরনের নির্দেশনা যথাযথ প্রয়োগ করে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও সফলতার পথে এগিয়ে যাওয়ারও আশা ব্যক্ত করেন। তিনি যে সকল মাদরাসায় অনার্স কোর্স চালু করা হয়েছে সে সকল মাদরাসার শিক্ষার্থীদের মানসম্মত পাঠদানের ব্যাপারে প্রিন্সিপালদের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।


ঢাকা, ৯, নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//আইএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ