Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বুধবার, ১৫ই মে ২০২৪, ১লা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

জাতীয় বিশ্ববিদ্যালয় র‌্যাংকিংয়ে সিলেট অঞ্চল সেরা এমসি

প্রকাশিত: ৫ অক্টোবার ২০১৭, ০১:২৮

 

সোহেল আহমদ: জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজ র‌্যাংকিং-২০১৬ এ সিলেট বিভাগের সেরা কলেজ হয়েছে মুরারিচাঁদ(এমসি) কলেজ।

গতকাল মঙ্গলবার (৩রা অক্টোবর) রাজধানীর ধানমণ্ডিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হারুন-অর-রশিদ ঘোষণা করেন ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ র‌্যাংকিং ২০১৬’।

জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভূক্ত কলেজগুলোর মধ্যে ইতিবাচক প্রতিযোগীতার মনোভাব সৃষ্টি করে শিক্ষার সার্বিক মানোন্নয়নে গত বছর থেকে র‌্যাংকিং পদ্ধতি চালু করে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজ র‌্যাংকিং'১৫ তে সিলেট অঞ্চলের কলেজগুলোর মধ্যে ১০০ নম্বরের মধ্যে ৫৮ স্কোর করে সেরা হয়েছিলো এমসি কলেজ। তবে গতবার শীর্ষ দশে থাকলেও এবার স্নাতক(সম্মান) ও মাস্টার্স পর্যায়ের কলেজগুলোতে ৫৯.২১ স্কোর করে পনেরতম হয়েছে মুরারিচাঁদ(এমসি) কলেজ।

কলেজের অবকাঠামো, শিক্ষার পরিবেশ, শিক্ষকদের মান, পরীক্ষার ‍ফলাফল, গ্রন্থাগারের সংগ্রহ, আইসিটি সাপোর্ট, সহপাঠ কার্যক্রমসহ ৩১ টি সূচকে ১০০ নম্বরের মধ্যে ৬৮.১৬ স্কোর করে গতবারের মতো এবারও দেশ সেরা হয়েছে রাজশাহী কলেজ।

জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজ র‌্যাংকিং'১৬ এ সিলেট বিভাগের সেরা কলেজ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন এমসি কলেজ প্রিন্সিপাল প্রফেসর নিতাই চন্দ্র চন্দ।

সিলেট অঞ্চলে সেরা এমসি কলেজের পরের অবস্থানে থাকা কলেজ গুলো হলো, বৃন্দাবন সরকারি কলেজ হবিগঞ্জ (৫৮.৯৬), সরকারি মহিলা কলেজ, সিলেট (৫৬.৮৬), মৌলভীবাজার সরকারি কলেজ, মৌলভীবাজার (৫২.৭২), সুনামগঞ্জ সরকারি কলেজ, সুনামগঞ্জ (৫১), মদনমোহন কলেজ,সিলেট (৫০.৭৪)।

 

ঢাকা, ০৪ অক্টোবর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ