Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ১০ই মে ২০২৪, ২৬শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

কলেজের ভবন নির্মাণে রডের সঙ্গে বাঁশ!

প্রকাশিত: ২০ জুলাই ২০১৭, ০৫:০৪

 

লাইভ প্রতিবেদক: কলেজের ভবন নির্মাণে রডের সঙ্গে বাঁশ ব্যবহার করা হচ্ছে। এর আগেও ভবন নির্মাণে রডের সঙ্গে বাঁশ ব্যবহারের সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এবার একটি কলেজের ভবন নির্মাণে এই বাঁশ ব্যবহার করা হচ্ছে। তবে নির্মাণকাজের ঠিকাদার ও শ্রমিকদের দাবি, দেয়াল মজবুত করতেই নাকি এই বাঁশের ব্যবহার করা হচ্ছে। 

বান্দরবান সরকারি মহিলা কলেজের একাডেমিক ভবনের উন্নয়নকাজে রডের সঙ্গে বাঁশও ব্যবহারের এই ঘটনা ঘটে। এসময় গণমাধ্যম কর্মীরা বাঁশ ব্যবহারের ছবি তুললে কলেজ কর্তৃপক্ষ আজ বুধবার বিকেলে নির্মাণকাজ বন্ধ করে দেয়। 

বুধবার ওই কলেজের নির্মাণাধীন চারতলা ভবনের বারান্দায় ড্রপ ওয়ালে রডের ফাঁকে ফাঁকে এ বাঁশ ব্যবহার করতে দেখা যায়। 

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ৮১ লাখ টাকার এ কাজটি করছে ঠিকাদারি প্রতিষ্ঠান ইউএন এন্টারপ্রাইজের পক্ষে আওয়ামী লীগ নেতা ঠিকাদার উজ্জল বাবু। 

কলেজের শিক্ষার্থীরা জানায়, কয়েকদিন ধরে আমাদের কলেজের চারতলায় ভবনের কাজ চলছে। আজ সকাল থেকেই লেবাররা বড় বড় বাঁশ কেটে চিকন করছিল। বিকালে দেখি রডের ফাঁকে ফাঁকে ওই বাঁশগুলো রডের পরিবর্তে ব্যবহার করছে। 

এসময় তারা বলেন, যদি ভবনটি একই ঠিকাদার করে থাকে তাহলে আরও একাধিক বাঁশ এ ভবনের ভেতরে থাকতে পারে। 

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কলেজশিক্ষক অভিযোগ করে বলেন, দেয়ালে বাঁশের ব্যবহার বন্ধ করতে শ্রমিকদের অনেকবার বলা হলেও ঠিকাদার তাদের কথাই শোনেননি। বাধ্য হয়ে কর্তৃপক্ষ বিষয়টি দেখেও না দেখার মতো করে চুপ ছিলেন। 

নির্মাণকাজের শ্রমিক আলী হোসেন গণমাধ্যমকর্মীদের বলেন, ঢালাইয়ে সিমেন্ট ধরে রাখতে এবং দেয়াল শক্ত মজবুত করতেই রডের সঙ্গে বাঁশ ব্যবহার করা হচ্ছে।

সরকারি মহিলা কলেজের প্রিন্সিপাল প্রদীপ বড়ুয়া বলেন, ‘রডের সঙ্গে বাঁশ ব্যবহারের কাজটি মোটেও ঠিক হয়নি। একটি শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের কাজ করা উচিত নয়। আমরা কাজটি বন্ধ করে দিয়েছি।’ 

এ বিষয়ে ঠিকাদার উজ্জল বাবু বলেন, ‘সিমেন্ট ভাল করে দেয়ালে লাগার জন্য আমার নির্মাণ শ্রমিক বাঁশ ব্যবহার করছিল। তবে এ বিষয়গুলো আমি জানতাম না। জানার পরপরই আমি আমার শ্রমিককে বাঁশ খুলে ফেলতে বলেছি। তবে যতটুকু রড ব্যবহার করার কথা ছিল তার থেকে কম রড ব্যবহার করা হয়নি।’

 

ঢাকা, ১৯ জুলাই (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ