Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ২০শে মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

১৫ শিক্ষককে শিক্ষা মন্ত্রণালয়ে তলব

প্রকাশিত: ২৩ নভেম্বার ২০২১, ০২:৪৮

লাইভ প্রতিবেদক: ১৫ জন শিক্ষক ও প্রতিষ্ঠান প্রধানকে তলব করেছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষক-কর্মচারীদের এমপিও, নিয়োগসহর বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিতে তাদের শুনানি গ্রহণ করবে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। এ জন্য আগামী ৩০ নভেম্বর, মঙ্গলবার তাদের তলব করা হয়েছে। এদিন সকালে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে তাদের শুনানি অনুষ্ঠিত হবে। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে বিষয়টি জানিয়ে আদেশ জারি করা হয়েছে।

তলব করা শিক্ষকদের তালিকায় আছেন, রাজধানীর ঢাকা সিটি ইন্টারন্যাশনাল কলেজের প্রিন্সিপাল ড. মো. জহিরুল ইসলাম সিকদার, বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কালিকাপুর রমিজ উদ্দিন স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক মো. শাহজামাল, শেরপুরের ঝিনাইগাতি উপজেলার হাজী অছি আমরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদের দাবি দার মো. জাহঙ্গীর আলম ও উম্মে কুলসুম, যশোর সদর উপজেলার ইছালী মডেল কলেজের প্রিন্সিপাল মো. নূরে আলম সিদ্দিকী।

এছাড়াও আরও রয়েছেন, কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সুয়াগঞ্জ টি এ হাই স্কুল অ্যান্ড কলেজের সাবেক ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মো. গিয়াস উদ্দিন, বরগুনা সদরের তেতুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আব্দুল বারী আজাদ এবং মাগুরার শ্রীপুরের এম সি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শামীমুল ইসলাম।

এ তালিকায় আরও আছেন, ঝালকাঠীর রাজাপুরের পি এম নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমীরণ বিকাশ রায়, সহকারী শিক্ষক শিখা রাণী মণ্ডল, বিশ্বনাথ হালদার, গোলাম মোস্তফা, পটুয়াখালীর বাউফলের ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের লেকচারার নিহার বিন্দু বিশ্বাস, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর কলেজের প্রদর্শক মোহা. শওকাত আলী এবং চাঁদপুরের মতলব উপজেলার কালীপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক মো, এনামুল হক মিয়াজী।

মন্ত্রণালয় বলছে, শিক্ষকদের এমপিও বিষয়ে সিদ্ধান্ত নিতে তাদের নিয়োগসহ যাবতীয় তথ্যাদি যাচাই করার জন্য আগামী ৩০ নভেম্বর সকাল সাড়ে ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে শুনানি অনুষ্ঠিত হবে। শুনানিতে যথাসময়ে বক্তব্য সমর্থনে কাগজপত্রসহ অংশগ্রহণ করতে তলব করা শিক্ষকদের নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়।

ঢাকা, ২২ নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ