Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বুধবার, ৮ই মে ২০২৪, ২৪শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

এক বাক্যে ছয়টি কারক শেখার সহজ কৌশল

প্রকাশিত: ৩১ মার্চ ২০১৭, ২০:৩৪

ইকারাস চৌধুরী ইকরাম : বিসিএসসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় "কারক" খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারক নির্ণয়ে মৌচাক-মালিবাগের জ্যামের মতো অস্বস্তিতে থাকলে; এই লেখাটি আপনাকে ট্রাফিক পুলিশ ছাড়াই কারকের জ্যামমুক্ত করতে সাহায্য করবে-

চলুন এক নজরে কারকের দফা-রফা হয়ে যাক।

কারক শব্দটির অর্থ- যা ক্রিয়া সম্পাদন করে। কারকের সন্ধি বিচ্ছেদ - √কৃ+অক্/নক্।

এবার আসি- এক বাক্যেই ছয়টি কারক নির্ণয়ের ধামাকা কৌশল নিয়ে :

মীম প্রতি উৎসবে জমানো টাকা থেকে ইকরামকে পান্জাবি/চকলেট দেয়।

১) মীম--কর্তৃকারক; আমরা জানি, বাক্যে যে ক্রিয়ার কাজ সম্পাদন করে, তাকে কর্তৃকারক বলে। উল্লিখিত বাক্যটিতে ক্রিয়ার সাথে সম্পর্ক হচ্ছে মীমের; অর্থাৎ, ক্রিয়াকে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তাকে কর্তৃকারক বলে। "কে" প্রতি উৎসবে জমানো টাকা থেকে নিজ হাতে ইকরামকে পান্জাবি/চকলেট দেয়? উত্তর--মীম; তাহলে, মীম এখানে, কর্তৃকারক।

২) পান্জাবি/চকলেট- কর্ম কারক; আমরা জানি, বাক্যে
ক্রিয়া পদকে কী বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তাকে কর্মকারক বলে। উল্লিখিত বাক্যটিতে মীম প্রতি উৎসবে জমানো টাকা থেকে নিজ হাতে ইকরামকে কি দেয়?

উত্তর- পান্জাবি/চকলেট; তাহলে, পান্জাবি/চকলেট এখানে, কর্মকারক।

৩) হাতে- করণ কারক; আমরা জানি, বাক্যে ক্রিয়া পদকে কীসের দ্বারা বা কী উপায়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তাকে করণ কারক বলে।

উল্লিখিত বাক্যটিতে মীম প্রতি উৎসবে জমানো টাকা থেকে কিসের দ্বারা ইকরামকে পান্জাবি/চকলেট দেয়?

উত্তর- নিজ হাতে; তাহলে, হাত এখানে, করণ কারক।


৪) ইকরামকে- সম্পাদন কারক; আমরা জানি, যাকে কোনো কিছু দান, স্বত্ব ত্যাগ ইত্যাদি করা হয়, তাকে সম্পাদন কারক বলে।

উল্লিখিত বাক্যটিতে মীম, ইকরামকে পান্জাবি/চকলেট পুরোপুরি স্বত্ব ত্যাগ করে দিচ্ছে, তাই ইকরাম সম্পাদন কারক।

৫) জমানো টাকা থেকে- অপাদান; আমরা জানি, বাক্যে ক্রিয়া পদকে কোথায় হতে/থেকে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তাকে অপাদান কারক বলে।

উল্লিখিত বাক্যটিকে প্রশ্ন করলে- মীম প্রতি উৎসবে কোথায় হতে ইকরামকে পান্জাবি/চকলেট দেয়? উত্তর- জমানো টাকা থেকে- এখানে, জমানো টাকা- অপাদান কারক।

৬) প্রতি উৎসবে- অধিকরণ কারক; আমরা জানি, ক্রিয়া সম্পাদনের সময়কে অধিকরণ কারক বলে। অর্থাৎ, বাক্যে ক্রিয়া পদকে কোথায়, কখন, কিসে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তাকে অধিকরণ কারক বলে।

উল্লিখিত বাক্যটিকে প্রশ্ন করলে- মীম কখন জমানো টাকা থেকে ইকরামকে পান্জাবি/চকলেট দেয়?

উত্তর- প্রতি উৎসবে; অর্থাৎ, প্রতি উৎসব- অধিকরণ কারক।


ইকারাস চৌধুরী ইকরাম
বিশ্বসাহিত্য কেন্দ্র (আলোর ইশকুল)


ঢাকা, ৩১ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//জেএন


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ