Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ১৮ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

কলেজের প্রিন্সিপাল ও ভাইস-প্রিন্সিপাল নিয়োগ স্থগিত

প্রকাশিত: ২৯ আগষ্ট ২০১৮, ০২:০৩

লাইভ প্রতিবেদক: উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও উচ্চ মাধ্যমিক কলেজের প্রিন্সিপাল পদে এবং ডিগ্রী কলেজের ভাইস-প্রিন্সিপাল পদে নিয়োগের সকল কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা উপসচিব মো: কামরুল হাসান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানা যায়।

নিষেধাজ্ঞার আদেশ থেকে জানা যায়, গত ১২ জুন জারি করা বেসরকারি স্কুল ও কলেজের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮তে উচ্চমাধ্যমিক কলেজের প্রিন্সিপাল ও ডিগ্রি কলেজের ভাইস-প্রিন্সিপাল নিয়োগের অভিজ্ঞতা ও যোগ্যতা দুই জায়গায় দুই রকমভাবে উল্লেখ করায় উক্ত পদগুলোতে নিয়োগে জটিলতা সৃষ্টি হয়েছে।

নতুন নীতিমালাটি ১২ জুন থেকেই কার্যকর। কিন্তু নীতিমালা জারির কয়েকদিন পর নীতিমালার একটি পৃষ্ঠায় ভাইস-প্রিন্সিপাল নিয়োগের যোগ্যতার বিষয়ে একটি সংশোধনী দেয়া হয় মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে। অথচ মন্ত্রণালয়েরই অনেক কর্মকর্তা ওই সংশোধনী সম্পর্কে অবগত নন।

এ অবস্থায় মাঠ পর্যায়ে নীতিমালার সংস্করণ বাস্তবায়ন হবে তা নিয়ে জটিলতা রয়েছে। এসব জটিলতার অবসান ঘটাতেই প্রিন্সিপাল ও ভাইস-প্রিন্সিপাল পদে নিয়োগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

 

 

 

ঢাকা, ২৮ আগস্ট (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ