Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ৫ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

মহাসড়কে যানজট, মাদ্রাসা শিক্ষার্থীদের মানবতা ভাইরাল

প্রকাশিত: ১৯ আগষ্ট ২০১৮, ১৯:৩৪

লাইভ প্রতিবেদক : মহাসড়কে যানজটে আটকে থাকা যাত্রীদের প্রতি মানবতা দেখিয়ে আলোচনায় চয়ে এসেছেন মাদ্রাসা শিক্ষার্থীরা। সামাজিক যোগাযোগের মাধ্যমের তাদের বন্দনা চলছে। ঘন্টার পর ঘন্ট জ্যামে আটকে থাকা যাত্রীদের পানিয়ে খাওয়ানোর ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়ে গেছে।

জানা গেছে, মাওনা থেকে গাজীপুর চৌরাস্তায় শত শত গাড়ি জ্যামে আটকা পড়ে। শুক্রবার জুমার পর প্রচণ্ড গরমে গাড়িতে থাকা যাত্রীরা যখন হাঁসফাঁস করছিল, তখন তাদের জন্য খাবার পানি নিয়ে এগিয়ে আসে পার্শ্ববর্তী মাদ্রাসার ছাত্ররা। প্রায় তিন থেকে চার মাইলের মত হেঁটে জ্যামে আটকে থাকা প্রতিটি যাত্রীর কাছে মাদ্রাসার শিক্ষার্থীরা পৌঁছে দিয়ে আসেন খাবার পানি। এ ছবি রাশেদ খান নামের একজন ফেসবুকে আপ করেন। ফেসবুকে ইতিমধ্যে ছবিগুলো ভাইরাল হয়ে গিয়েছে। প্রশংসার বন্যায় ভাসছেন মাদ্রাসা শিক্ষার্থীরা।

রবিউল দেওয়ান বাবু নামের একজন ফেসবুকে লেখেন, ‘এই জ্যামে আটকে পানি পান করা মানুষদের মাঝে হয়তো এমন কোন মানুষ আছে যিনি আগে মাদ্রাসা ছাত্রদের জঙ্গী, গেঁয়ো বা সেকেলে ভাবতেন। কিন্তু এসব মাদ্রাসা ছাত্রদের মাঝে যখন মহানবী হযরত মোহাম্মদের (সা) আদর্শ দেখবেন, তখন হয়তো তার মাঝে পরিবর্তন আসবে। সব মাদ্রাসা ছাত্রদের জন্য অবিরাম দোয়া।’

আহমেদ সুজন লেখেন, ‘তোমরা যারা এসব গরিব মাদ্রাসা ছাত্রদের তাচ্ছিল্য করে কথা বলো, যারা এদেরকে পেটপূজারী বলে গালি দাও, যারা বলো এরা মানবতা বুঝে না, তাদের চোখ কি এখন ঠিক জায়গাতে আছে?’

ফয়সাল খান লেখেন, ‘এই বাচ্চারা কোনো পরিকল্পনা বা উদ্দেশ্য ছাড়াই শুধুমাত্র মানবতার ডাকেই এই কাজটা করেছে। এরা এগুলোর কোনো পাবলিসিটিও চায় না। ইনশা'আল্লাহ আল্লাহ তায়ালাই এর একমাত্র উত্তম প্রতিদানকারী হবেন।’

হাসিবুল ইসলাম লিখেন, ওরা দেখিয়েছে মানবতা কাকে বলে। ইসলামের শিক্ষা এমনই হয়।

ঢাকা, ১৯ আগস্ট (ক্যাম্পাসলাইভ২৪.কম)//সিএস


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ