এবতেদায়ী প্রধানরা পাচ্ছেন ১১তম গ্রেড
Published: 2021-03-02 20:24:35 BdST, Updated: 2021-04-18 21:01:38 BdST

লাইভ প্রতিবেদক: বেসরকারি মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানের এবতেদায়ী প্রধানদের বেতন গ্রেড ছিলো ১৫তম। এবার সে বেতন গ্রেড এক ধাপে এগিয়ে ১১তম করা হয়েছে।
সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এক আদেশে এ তথ্য জানিয়েছে। এতে স্বাক্ষর করেন সিনিয়র সহকারী সচিব সাবিনা ইয়াসমিন।
আদেশে বলা হয়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো এ এমপিও নীতিমালা-২০১৮ মোতাবেক মাদ্রাসা প্রধানদের বেতন গ্রেড ১৫ গ্রেড এর পরিবর্তে ১১ গ্রেডে এমপিও প্রদানের পরবর্তী কার্যক্রম প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
ঢাকা, ০২ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড