মাগুরায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
Published: 2021-01-17 14:59:04 BdST, Updated: 2021-03-08 21:54:20 BdST

লাইভ প্রতিবেদকঃ মাগুরার মহম্মদপুরে শ্যালো ইঞ্জিনচালিত তিন চাকার গাড়ির ধাক্কায় পরশ মণি (১২) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। শনিবার সন্ধ্যা পৌনে ৭ টার দিকে উপজেলার পলাশবাড়িয়া ইউনিয়নের মৌফুলকান্দি এলাকার মুজিব সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পরশ মৌফুলকান্দি গ্রামের ভ্যানচালক দুখু মিয়ার ছেলে। সে পলাশবাড়িয়া স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র।
পুলিশ ও কয়েকজন স্থানীয় লোকজন জানান, সন্ধ্যার সময় পরশ বাইসাইকেল যোগে ডাঙ্গাপাড়া বাজার থেকে বাড়িতে ফিরছিল। এ সময় দ্রুতগামী একটি গাড়ি পরশের বাইসাইকেলে ধাক্কা দেয়। এতে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারক বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে।
ঢাকা, ১৭ জানুয়ারি (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড