মামুনুলের হককে রুখতে রাস্তা অবরোধ চবি ছাত্রলীগের
Published: 2020-11-27 22:34:48 BdST, Updated: 2021-01-20 00:07:47 BdST

চবি লাইভ: হেফাজতে ইসলামের বিতর্কিত বক্তা আল্লামা মামুনুল হক কে রুখতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সামনের ১নাম্বার গেইট সংলগ্ন সড়ক অবরোধ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়(চবি) শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
শুক্রবার (২৭ নভেম্বর ) বেলা সাড়ে ১২টার দিকে চবি সংলগ্ন এক নম্বর গেইটে চট্টগ্রাম -হাটহাজারী সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে তারা।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল ক্যাম্পাস লাইভ কে জানান, এ দেশের সাথে যেই নাম মিশে আছে সেই জাতির পিতা কে অবমাননা করে কেউ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাটি অতিক্রম করতে পারবে না।আমরা শক্ত অবস্থানে আছি।
কোন অবস্থাতেই জঙ্গি মামুনুল হক কে চবি ক্যাম্পাস অতিক্রম করে হাটহাজারীর মাহফিলে যেতে দেওয়া হবে না।
হাটহাজারী থানার ওসি রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, কিছু ছেলে কিছুক্ষণের জন্য সড়ক অবরোধ করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছিলো।তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
ঢাকা, ২৭ নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এআইটি