Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বৃহঃস্পতিবার, ১৬ই মে ২০২৪, ২রা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

নকলায় পিএসসি’র কেন্দ্র পুণর্বহাল রাখার দাবীতে মানববন্ধন

প্রকাশিত: ৩১ আগষ্ট ২০১৭, ০৩:১৭

শেরপুর লাইভ: শেরপুরের নকলা উপজেলার উরফা ইউনিয়নের লয়খা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) পরীক্ষার কেন্দ্র পুনর্বহাল রাখার দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বুধবার নকলা উপজেলা পরিষদ চত্তরে এক মানববন্ধন ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করেছে ওই ইউনিয়নের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

এসময় উরফা ইউনিয়ন থেকে আগত শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষানুরাগী ও জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।

জানা গেছে, ২০০৫ সাল হতে পাইলট প্রকল্পের আওতায় এবং ২০১০ সাল হতে সারাদেশের ন্যায় লয়খা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছে। অজ্ঞাত কারণে ২০১৭ সালের পিএসসি পরীক্ষা বারমাইসা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে স্থানান্তরের প্রক্রিয়া চলছে।

এ সংবাদে ইউনিয়নের শিক্ষক শিক্ষার্থী অভিভাবকের মধ্যে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তার অংশ হিসেবে পিএসসি’র কেন্দ্র পুণর্বহাল রাখার দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করে ইউনিয়ন বাসী।

 

ঢাকা, ৩০ আগস্ট (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ